For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাত্রার অন্তিম মুহূর্তে সফর বাতিল মমতার, চিন পাড়ি দেওয়ার আগে উদ্ভট বাধা

বিনিয়োগের লক্ষ্য নিয়ে চিন সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে তা বাতিল করে দিল রাজ্য সরকার।

Google Oneindia Bengali News

বিনিয়োগের লক্ষ্য নিয়ে চিন সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে তা বাতিল করে দিল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন চিন সফরে না যাওয়ার। তার কারণ হিসেব তিনি জানিয়েছেন, এই সফরে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকের কোনও নিশ্চয়তা দেননি চিন সরকার।

যাত্রার অন্তিম মুহূর্তে সফর বাতিল মমতার, চিন পাড়ি দেওয়ার আগে উদ্ভট বাধা

শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটের ফ্লাইটে বেজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সফরসঙ্গী হিসেবে যাওয়ার কথা ছিল অর্থমন্ত্রী অমিত মিত্র ও মুখ্যসচিব মলয় দে-র। এছাড়া অর্থ-শিল্পসহ অন্যান্য দফতরের সচিবেরও যাওয়ার কথা ছিল। এদিন অর্থমন্ত্রী ও মুখ্যসচিব সাংবাদিক সম্মেলন করে জানান মুখ্যমন্ত্রীর চিন সফর বাতিল হওয়ার কথা।

২৩ থেকে ৩০ জুন নির্ধারিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন সফর। ২৭ তারিখ পর্যন্ত চিনের সঙ্গে যেমন কতকগুলি মউ সাক্ষর হওয়ার কথা ছিল, তেমনই ২৭ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত সাংহাইয়ে বিজনেস সামিটে যোগ দেওয়ার কথা ছিল।

মুখ্যমন্ত্রীর এই চিন সফর নিয়ে ভারত ও চিন উভয় সরকারের সঙ্গেই চিঠি চালাচালি চলছিল। রাজ্যের তরফ থেকেও চিনের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হয়েছিল, চিঠি লেখা হয়েছিল। কিন্তু সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকের ব্যাপারে কোনও নিশ্চয়তা দেয়নি চিন। শেষপর্যন্ত জানিয়েছিলেন শুক্রবার দুপুর ১২টার মধ্যে তাঁরা জানাবেন সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক চূড়ান্ত কি না। দুপুর ১২টা পর্যন্ত কোনও উত্তর না আসায়, দুপুর দু'টোর পর তা বাতিল করে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী এরপর টুইট করে জানান, চিন সফরে তো তিনি ঘুরতে যাবেন না, তিনি যাবেন বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যই যদি সাধিত না হয়, তিনি তাঁর ব্যস্ত সময় অতিবাহিত করে বিদেশ যাবেন না। তাই তিনি চিন সফরে যাচ্ছেন না।

উল্লেখ্য, গত বছরের জুন মাস চিন সফরে যেতে চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বছর পেরিয়ে আসন্ন জুনে চিন সফরে যাচ্ছেন তিনি। ভারত সরকারের তরফে রাজনৈতিক আলোচনার জন্য তাঁর নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাতে চেয়েছিলেন। কিন্তু চিন সরকারের কোনও জবাব না আসায় সেই সফর বাতিল করে দেওয়া হল।

গতবার প্রাথমিকভাবে সম্মতি জানালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফরে শেষ মুহূর্তে বাধ সেধেছিল কেন্দ্র। শেষপর্যন্ত সম্মতি দেয়নি চিন সফরে। এবার চিনের তরফ থেকে কোনও সাড়া না পাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া হল না চিন সফরে।

[আরও পড়ুন: সাগরদিঘির জলে দাঁড় করিয়ে রাখা হবে দিলীপকে, এনকাউন্ডারের পাল্টা দিলেন মমতার মন্ত্রী ][আরও পড়ুন: সাগরদিঘির জলে দাঁড় করিয়ে রাখা হবে দিলীপকে, এনকাউন্ডারের পাল্টা দিলেন মমতার মন্ত্রী ]

English summary
Bengal’s Chief Minister Mamata Banerjee cancels her China tour in political reasons. She targets of investment in manufacturing industry from China,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X