For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হ্যাটট্রিক করলেন মমতা! এখন তিনি নবান্নে থেকে বের হবেন না, গুরুদায়িত্ব রয়েছে তাঁর

সফর বাতিলের হ্যাটট্রিক করলেন মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে চিন, তারপর শিকাগো আর সবশেষে দিঘা। আপাতত নাবন্নই মুখ্যমন্ত্রীর ঠিকানা। তিনি এই ক’দিন নবান্ন থেকে কোথাও বের হচ্ছেন না।

Google Oneindia Bengali News

সফর বাতিলের হ্যাটট্রিক করলেন মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে চিন, তারপর শিকাগো আর সবশেষে দিঘা। আপাতত নাবন্নই মুখ্যমন্ত্রীর ঠিকানা। তিনি এই ক'দিন নবান্ন থেকে কোথাও বের হচ্ছেন না। বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। আগামী পাঁচদিন উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই বৃষ্টি চলবে। এই অবস্থায় নবান্নে থেকে কন্ট্রোলরুমে স্বয়ং তদারকি করবেন মমতা।

https://bengali.oneindia.com/news/west-bengal/firhad-hakim-attacks-dilip-ghosh-on-his-encounter-challenge-037889.html

সবকিছু ঠিকঠাক চললে পূর্ব ঘোষিত সফরসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন থাকার কথা ছিল চিনে। সেখানে বিজনেস সামিটে তাঁর প্রতিনিধিত্ব করার কথা ছিল। কথা ছিল রাজনৈতিক ভাব আদানপ্রদান করার। সেই সফরে চিন বৈঠক নিয়ে নিশ্চয়তা না দেওয়া সফর বাতিল করেন মমতা। তারপর ২৪ জুন শিকাগো সফর বাতিল বলে ঘোষণা করা হয়।

শিকাগোয় ২৬ অগাস্ট এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজক ছিল রামকৃষ্ণ মিশন। তাঁরা অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেন। শিকাগোর বিবেকানন্দ বেদান্ত সোসাইটির তরফে জানানো হয়, রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী অভিরামানন্দের আকস্মিক মৃত্যু ও বেশ কিছু অসুবিধার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

এদিকে চিন সফর ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছিলেন তিনি এই সময়ে জেলা সফর শুরু করবেন। সেইমতো দিঘা সফরে যাওয়ার কথা ছিল তাঁর। সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। কিন্তু ইত্যবসরে রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। রবিবার থেকেই দুর্যোগ চলছে। সোমবার তা বৃহৎ আকার নেয়।

লাগাতার বৃষ্টিতে কলকাতার বহু জায়গায় জল জমেছে। প্রবল বৃষ্টির ফলে রাজ্যের বহু জায়গায় বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সোমবারই নবান্নে কন্ট্রোল-রুম খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং সমস্ত পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন। মঙ্গলবার থেকে নিয়মিত তিনি নিজে এই কন্ট্রোলরুমে নজরদারি চালাবেন

English summary
Mamata Banerjee cancels Digha tour for bad weather condition. She controls the whole work to avoid flood. It is third time in a row she cancel tour.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X