For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারিকর্মীরা চূড়ান্ত সুখবর পেতে চলেছেন শীঘ্রই, স্রেফ মমতার সিলমোহরের অপেক্ষা

বঙ্গ-সম্মানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষ্যে আভাস মিলেছিল সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত সুবিধাপ্রদানের। তা যে নিছক ঘোষণাই নয়, তা পরিষ্কার হয়ে গেল নবান্নের তৎপরতায়।

Google Oneindia Bengali News

বঙ্গ-সম্মানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষ্যে আভাস মিলেছিল সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত সুবিধাপ্রদানের। তা যে নিছক ঘোষণাই নয়, তা পরিষ্কার হয়ে গেল নবান্নের তৎপরতায়। শুনানি শেষ করে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিশন খব শীঘ্রই নবান্নে জমা করতে চলেছেন রিপোর্ট। সেই রিপোর্ট খতিয়ে দেখে নভেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।

সরকারিকর্মীরা চূড়ান্ত সুখবর পেতে চলেছেন শীঘ্রই, স্রেফ মমতার সিলমোহরের অপেক্ষা

পঞ্চায়েত ভোটপর্ব মেটার পরই নজরুল মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরকার নিযুক্ত কর্মী অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস ও আশাকর্মীদের ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। তারপর সরকারি কর্মীদেরও বেতন বৃদ্ধির আভাস দিয়েছিলেন। সেই বৃদ্ধি কোন পথে হবে, তা অবশ্য সেদিন স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ-র বকেয়া মিটিয়েই এই কার্য সম্পাদন করবে রাজ্য সরকার এমনটাই মনে করেছিলেন কর্মীরা।

[আরও পড়ুন: 'ভুল করে কমেছিল', কয়েক ঘণ্টাতেই ফের চড়চড় করে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম][আরও পড়ুন: 'ভুল করে কমেছিল', কয়েক ঘণ্টাতেই ফের চড়চড় করে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম]

নবান্ন অবশ্য স্পষ্ট করে দিল চলতি বছরেই রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়তে পারে। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আসন্ন নভেম্বরেই অভিরুপ সরকার কমিশনের রিপোর্ট জমা পড়তে চলেছে নবান্নে। তারপরই চূড়ান্ত ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: বিজেপিতে 'স্বাধীন' নন মুকুল! দিলীপদের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়লেন খোদ 'ছায়াসঙ্গী'ই][আরও পড়ুন: বিজেপিতে 'স্বাধীন' নন মুকুল! দিলীপদের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়লেন খোদ 'ছায়াসঙ্গী'ই]

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের সমস্ত সংগঠনের সঙ্গে আলোচনা পর্ব সেরে ফেলেছে কমিশন। সংগঠন ও ব্যক্তিগত স্তরে যত অভিযোগ জমা পড়েছে, সব অভিযোগেরই শুনানি শেষ হয়ে গিয়েছে। এবার রিপোর্ট আকারে নবান্নে তা পেশের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা খতিয়ে দেখে সুখবর জানাবেন সরকারি কর্মীদের উদ্দেশ্যে।

[আরও পড়ুন:মুকুল-সঙ্গ ত্যাগ করে 'ঘরে' ফেরার সিদ্ধান্ত দীর্ঘদিনের 'ছায়াসঙ্গী'র, বিজেপিকে প্রত্যাঘাত][আরও পড়ুন:মুকুল-সঙ্গ ত্যাগ করে 'ঘরে' ফেরার সিদ্ধান্ত দীর্ঘদিনের 'ছায়াসঙ্গী'র, বিজেপিকে প্রত্যাঘাত]

English summary
CM Mamata Banerjee can announce increment of pay of Government Employee in this year. The report will submit immediately
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X