For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ ৪২-এর লক্ষ্যে ৪২ দল গড়লেন মমতা, বিজেপির মোকবিলায় তৈরি তৃণমূল

মহাযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দু-তরফেই। বাংলায় যখন রথ ছোটানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি, বসে নেই তৃণমূলও। ১৯-এর ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

মহাযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দু-তরফেই। বাংলায় যখন রথ ছোটানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি, বসে নেই তৃণমূলও। ১৯-এর ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ২০১৯-এর লক্ষ্যে সাংগঠনিক প্রস্ততিও চালাচ্ছে। প্রতিটি কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে ৪২টি পৃথক কমিটি।

৪২-এর লক্ষ্যে ৪২ দল

৪২-এর লক্ষ্যে ৪২ দল

তৃণমূল এবার বিধানসভায় টার্গেট করেছে ৪২-এ ৪২। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিজেপি। আসন্ন লোকসভায় বিরোধীশূন্য করাই তৃণমূলের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই লোকসভাওয়াড়ি কমিটি গড়ে তৃণমূল নামছে ময়দানে। শীর্ষ নেতৃত্ব ৪২ লোকসভা কেন্দ্রের জন্য ৪২টি কমিটি গঠন করে দিয়েছে

সাংসদই কমিটির চেয়ারম্যান

সাংসদই কমিটির চেয়ারম্যান

প্রতি কমিটিতেই চেয়ারম্যান ছাড়াও রাখা হয়েছে আহ্বায়ক। লোকসবা কেন্দ্রের নেতাদের নিয়ে এই কমিটিকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। কমিটির সদস্যসংখ্যা বাড়ানো যেতে পারে বলে জানিয়ে দিয়েছে নেতৃত্ব। সাধারণভাবে সাংসদকেই চেয়ারম্যান করা হয়েছে কমিটির।

সাংসদ না থাকলে বিশিষ্ট নেতা চেয়ারম্যান

সাংসদ না থাকলে বিশিষ্ট নেতা চেয়ারম্যান

যে সমস্ত কেন্দ্রে সাংসদ নেই, সেই সমস্ত কেন্দ্রের বিশিষ্ট নেতাকেই চেয়ারম্যানের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও আহ্বায়ক স্থির হয়ে গিয়েছিল পুজোর আগেই। এবার কমিটিগুলিকে পূর্ণ রূপ দেওয়ার কাজ চলছে। লোকসভাওয়াড়ি সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

[আরও পড়ুন:মহাবিপাকে বিজেপি, ভোটের মুখে দল ছাড়লেন খোদ মন্ত্রীই! লাইনে কি আরও ৫০][আরও পড়ুন:মহাবিপাকে বিজেপি, ভোটের মুখে দল ছাড়লেন খোদ মন্ত্রীই! লাইনে কি আরও ৫০]

কমিটির কাজ

কমিটির কাজ

কমিটিগুলির মূল কাজ হবে সংশ্লিষ্ট লোকসভায় সংগঠনে জোর দেওয়া, লোকসভা এলাকায় প্রচার করা। সেইসঙ্গে ১৯ জানুয়ারির জন্য লোক জমায়েত করাও হবে এই কমিটির দায়িত্ব। দেওয়াল লিখন থেকে শুরু করে প্রতার, সভার আয়োজন সবই নির্ধারণ করবে এই কমিটি।

[আরও পড়ুন: ভোটের আগেই জোর ধাক্কা বিজেপিতে, দল ছাড়ার হিড়িক প্রার্থী তালিকা প্রকাশের পরই ][আরও পড়ুন: ভোটের আগেই জোর ধাক্কা বিজেপিতে, দল ছাড়ার হিড়িক প্রার্থী তালিকা প্রকাশের পরই ]

দমদমে প্রস্তুতি কমিটি গঠিত

দমদমে প্রস্তুতি কমিটি গঠিত

ইতিমধ্যেই দমদম লোকসভা কেন্দ্রের প্রস্তুতি কমিটি তৈরি হয়ে গিয়েছে। এই কেন্দ্রের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হয়েছেন সাংসদ সৌগত রায়। আহ্বায়ক করা হয়েছে তাপস রায়, ব্রাত্য বসু, মদন মিত্র, পূর্ণেন্দু বসুকে। চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে কমিটির সদস্যসংখ্যা বাড়ানোর কাজ চলছে।

English summary
Mamata Banerjee builds 42 preparation committees to fulfill targets in 2019 Loksabha Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X