For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরঞ্জন-নির্দেশিকায় অযথা বিতর্ক! বিজেপি দাঙ্গা বাধানোর চেষ্টায়, নিশানা মমতার

একাদশীর দিন মহরম থাকায় বিসর্জন বন্ধের নির্দেশিকা জারি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অযথা বিতর্ক খাঁড়া করে দাঙ্গা বাধানোর চেষ্টা চালানো হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

Google Oneindia Bengali News

দুর্গা প্রতিমার নিরঞ্জন নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। বিতর্ক সৃষ্টি করে রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। গান্ধীমূর্তির পাদদেশে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ আনলেন বিজেপির বিরুদ্ধে। তিনি এ ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন, 'একাদশীর দিন প্রতিমা নিরঞ্জন হয় না।'

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্য সরকারের জারি করা নিরঞ্জন-নির্দেশিকা নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি। কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যম তা নিয়ে কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে মনে করিয়ে দেন, বাংলায় সব ধর্মকে সমান গুরুত্ব দেওয়া হয়। বাংলায় ধর্মীয় ভেদাভেদ নেই। এখানে ধর্মীয় ভেদাভেদ ঘটানোর চেষ্টা করছে বিশেষ একটি রাজনৈতিক দল।

তিনি বলেন, কখনও একাদশীর দিন আমরা মা দুর্গার প্রতিমা নিরঞ্জন করি না। সেই আঙ্গিকেই ওই নির্দেশিকা জারি করা হয়েছে। সেইসঙ্গে চিন্তা করা হয়েছে মহরমের কথাও। যেহেতু দু্টি সম্প্রদায়ের দুটি উৎসব একসঙ্গে পড়েছে, সেইহেতুইবিশৃঙ্খলা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে সবদিক ভাবনা-চিন্তা করেই।

নিরঞ্জন-নির্দেশিকায় অযথা বিতর্ক! বিজেপি দাঙ্গা বাধানোর চেষ্টায়, নিশানা মমতার

উল্লেখ্য, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তা, ইদ ও মহরম কমিটির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি একটি নির্দেশিকা দেন পুজো উদ্যোক্তাদের। কলকাতা পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, কোনও ধর্মীয় ভেদাভেদ গড়ে তোলা কখনই সরকারের লক্ষ হতে পারে না, সুশৃঙ্খলভাবে সমগ্র পরিস্থিতি মোকাবিলা করতেই এই দাওয়াইয়ের ব্যবস্থা।

English summary
Mamata Banerjee attacks that bjp is trying to riot in issue of immersion of Durga idol.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X