For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী এবার তো কমান সেস! মমতা ছাড় দিয়েছেন পেট্রোল-ডিজেলে, তোপ কেন্দ্রকে

রাজ্য সরকার এক টাকা দাম কমাল পেট্রোল-ডিজেলের। আর পেট্রোল-ডিজেলের দাম কমিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চাপ দিলেন, এবার সেস কমাক কেন্দ্র।

  • |
Google Oneindia Bengali News

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে হু-হু করে। প্রতিদিন নিয়ম করে বাড়ছে পেট্রোপণ্যের দাম। এই অবস্থায় 'আমাদের কিছু করার নেই' বলে কেন্দ্র যখন হাত ধুয়ে ফেলেছে, তখন রাজ্য সরকার এক টাকা দাম কমাল পেট্রোল-ডিজেলের। আর পেট্রোল-ডিজেলের দাম কমিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চাপ দিলেন, এবার সেস কমাক কেন্দ্র।

মমতা ছাড় দিলেন পেট্রোল-ডিজেলে, মোদী কমান সেস

মঙ্গলবার নবান্নে পেট্রোল-ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে এক হাত নেন। সোমবার কংগ্রেসের ডাকা বনধের দিনে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির তরফে বলা হয়েছিল, কেন্দ্রের কিছু করার নেই। কারণ পেট্রোল-ডিজেলের দাম কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে আমাদের হাতে নেই বিষয়টি।

এই পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তোপ দাগলেন, কেন্দ্রের এখনই সেস কমানো উচিত। রাজ্য সরকারগুলো তাদের ভ্যাট কমাচ্ছে। কেন্দ্র তো সেসের টাকা পুরোটাই পায়, তাহলে কেন সেস কমাচ্ছে না? প্রশ্ন মমতার। তিনি বলেন, ৩৮০ শতাংশ সেস বাড়িয়েছে কেন্দ্র। রাজ্য সেসের লাভের অংশ পায় না। সেস-ট্যাক্সের পুরো লাভটাই পায় কেন্দ্র। তাহলে কেন কেন্দ্র এগিয়ে আসছে না।

মমতা বন্দ্যোপাধ্যায়র অভিযোগ করেন, কেন্দ্রের মোদী সরকার দেশকে বিপদে ফেলছে। দেশবাসীকে বিপদে ফেলছে। দেশের মানুষের অসুবিধার কথা ভাবে না সরকার। সেই কারণেই বিপদ বুঝেও চুপ করে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নিশ্চুপ, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ সোমবার কেন্দ্রের কিছু করার নেই বলে দাবি করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই মমতা জানালেন কেন্দ্রের কী করণীয়।

English summary
Mamata Banerjee attacks Narendra Modi to reduce CES on Petrol and Diesel. State government decides to reduce the price of petroleum product.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X