For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাকে ভয়, কীসের ভয়! বাংলাই পথ দেখাবে দেশকে, মোদীকে শিকাগো-তোপ মমতার

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর বাতিল হয়ে গিয়েছিল, তখন মুখ খোলেননি তিনি। মঙ্গলবার স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষপূর্তির দিনে বেলুড় মঠের অনুষ্ঠান থেকে তোপ দাগলেন মমতা

  • |
Google Oneindia Bengali News

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর বাতিল হয়ে গিয়েছিল, তখন মুখ খোলেননি তিনি। মঙ্গলবার স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষপূর্তির দিনে বেলুড় মঠের অনুষ্ঠান থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। নাম না করে তিনি নিশানা করলেন কেন্দ্রের মোদী সরকার। তিনি বলেন, আমি শিকাগো যেতে চেয়েছিলাম। কিছু মানুষের জন্য তা হয়নি।

কাকে ভয়, কীসের ভয়! বাংলাই পথ দেখাবে দেশকে, মোদীকে শিকাগো-তোপ মমতার

এদিনে বেলুড় মঠের অনুষ্ঠানে মমতা বলেন, বিশ্বের দরবারে দেশকে দাঁড় করিয়ে গিয়েছিলেন বিবেকানন্দ। কারণ তিনি ছিলেন আদর্শ নেতা। নেতা সবাই হতে পারে না। নেতা হওয়ার জন্য বিশেষ গুণ লাগে। ত্যাগ ছাড়া নেতা হওয়া যায় না। নেতা তিনি-ই, যিনি দেশের জন্য নিবেদিত প্রাণ। নিবেদিত প্রাণ ছিলেন বলেই বিশ্বের দরবারে ভারতকে শ্রেষ্ঠ আসনে এনেছিলেন বিবেকানন্দ, রবীন্দ্রনাথ।

কাকে ভয়, কীসের ভয়! মোদীকে শিকাগো-তোপ মমতার

[আরও পড়ুন: টাকার 'রেকর্ড পতন' ঠেকাতে কোন পথে এগোতে চায় মোদী সরকার ][আরও পড়ুন: টাকার 'রেকর্ড পতন' ঠেকাতে কোন পথে এগোতে চায় মোদী সরকার ]

বিবেকানন্দকে স্মরণ করিয়ে তিনি বলেন, বাংলা কখনও কারও জ্ঞান শোনে না। এখন কেউ কেউ মানুষের উপর সবকিছু চাপিয়ে দিতে চাইছে। কিন্তু এ মাটি বাংলার মাটি। এখন নতুন করে সত্য কথা বলার সময়। মমতা অভয় দিয়ে বলেন, কাকে ভয়, কীসের ভয়। মনে রাখবেন ধর্ম নিজের, উৎসব সবার। আমি মানবিকতা ধর্মের সমর্থক।

কাকে ভয়, কীসের ভয়! মোদীকে শিকাগো-তোপ মমতার

[আরও পড়ুন:মোদীকে আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে কোন চাল মমতার! বিরোধীরা সরব নিন্দায়][আরও পড়ুন:মোদীকে আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে কোন চাল মমতার! বিরোধীরা সরব নিন্দায়]

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হিন্দু ধর্ম হল সর্বজনীন। বাংলার মাটিতে সেই হিন্দু ধর্ম চলবে, যে হিন্দু ধর্ম সবাইকে ভালোবাসে, ভেদাভেদ করে না। সবাইকে নিয়ে চলতে হবে। সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসাই সবার উপরে স্থান দিতে পারে। আর বাংলার মাটি সহনশীলতার। বাংলার মাটি সব ধর্মের। বাংলাই দেশকে পথ দেখিয়েছে। আজও দেখাবে। এদিন মমতার তোপ, কিছু মানুষের চক্রান্তের জন্য সব বরবাদ হতে দেব না। শাসনের নামে মাথায় পা তুলবে। তা মানব না।

[আরও পড়ুন: শেয়ার বাজারে মহাপতন! ৫০৯ পয়েন্ট নামল সেনসেক্স, ধাক্কা খেল নিফটিও][আরও পড়ুন: শেয়ার বাজারে মহাপতন! ৫০৯ পয়েন্ট নামল সেনসেক্স, ধাক্কা খেল নিফটিও]

English summary
Mamata Banerjee attacks Narendra Modi on her Chicago tour cancel. CM participate in Swamiji’s Chicago speech anniversary at Belur Math,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X