For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে অনেকের সম্মান নেই, ব্রিগেড মঞ্চ থেকে মোদী সরকারের অস্বস্তি বাড়ালেন মমতা

ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপিকে নতুন করে অস্বস্তিতে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর দল তাঁর নিজের দলের নেতৃত্বকেই সম্মান দেয় না বলে অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো।

  • |
Google Oneindia Bengali News

ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপিকে নতুন করে অস্বস্তিতে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর দল তাঁর নিজের দলের নেতৃত্বকেই সম্মান দেয় না বলে অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি নাম করে বলেন, মোদীর আমলে দলে অনেকেরই সম্মান নেই। সেই তলিকায় রয়েছেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নীতীন গড়কড়িদের মতো অনেকেই।

বিজেপিতে অনেকের সম্মান নেই, ব্রিগেড মঞ্চ থেকে মোদী সরকারের অস্বস্তি বাড়ালেন মমতা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে উপস্থিত ছিলেন বিজেপি সাসংদ শত্রুঘ্ন সিনহা। তিনি সেই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, আমি সবার আগে ভারতের তারপর আমি ভারতীয় জনতা পার্টির। আমি জানি, এদিনের মঞ্চে যোগ দেওয়ার পর সবাই বলবে, শত্রুঘ্ন সিনহা ঘরশত্রু বিভীষণ।

সেই কথার সূত্র টেনে ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের মঞ্চে বিজেপির নেতাও রয়েছেন। প্রাক্তন বিজেপি নেতাও রয়েছেন। আসলে বিজেপি কাউকে সম্মান দেয় না। তাই যশবন্ত সিনহা, অরুণ শৌরিদের দল ছেড়ে বেরিয়ে আসতে হয়। শত্রুগ্ন সিনহাদের মতো বিজেপি সাংসদের গায়ে বিদ্রোহী তকমা লাগে।

[আরও পড়ুন:কে হবেন প্রধানমন্ত্রী, কে হবেন বিরোধী জোটের নেতা, ব্রিগেড মঞ্চে সাফ জানালেন মমতা][আরও পড়ুন:কে হবেন প্রধানমন্ত্রী, কে হবেন বিরোধী জোটের নেতা, ব্রিগেড মঞ্চে সাফ জানালেন মমতা]

এখানেই শেষ নয়, যাঁরা আজও বিজেপিতে রয়েছেন, শীর্ষস্থানেই রয়েছেন, তাঁদেরও সম্মান নেই দলে। সম্মান নেই রাজনাথ সিং, সুষমা স্বরাজ বা নীতীন গড়কড়িদের। প্রসঙ্গত তিনি তুলে ধরেন, বিরোধীদের এই জোটে সবার সম্মান রয়েছে। এখানে কেউ রাজা, কেউ প্রজা নন। এখানে সবাই রাজা আর সবাই প্রজা।

[আরও পড়ুন: প্রতি রাজ্যে জোটের মিটিং, ২০১৯ লোকসভার আগে 'ইউনাইডেট ইন্ডিয়া' অমরাবতীতে][আরও পড়ুন: প্রতি রাজ্যে জোটের মিটিং, ২০১৯ লোকসভার আগে 'ইউনাইডেট ইন্ডিয়া' অমরাবতীতে]

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কে প্রধানমন্ত্রী হবে, কে নেতা হবে, তা বড় কথা নয়। আমাদের এই ইউনাইটেড ইন্ডিয়া জোটে নেতার অভাব নেই। সবাই নেতা। সবাই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। মমতার কথায়, আমাদের জোটে কারোর আলাদা পরিচয় নেই। সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আমরা সবাই আজ ঐক্যবদ্ধ বিজেপি সরকারকে হটাতে। আমরা সবাই মিলে বিজেপিকে বিদায় করে দেব।

[আরও পড়ুন: মোদী সরকারের এক্সপায়েরি ডেট হয়ে গিয়েছে, আর আচ্ছে দিন আসবে না, বার্তা মমতার][আরও পড়ুন: মোদী সরকারের এক্সপায়েরি ডেট হয়ে গিয়েছে, আর আচ্ছে দিন আসবে না, বার্তা মমতার]

English summary
Mamata Banerjee attacks Modi government that no honor in BJP. She gives example of Rajnath, Sushma Swaraj, Nitin Gadkari also,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X