For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস-সিপিএম ‘মেড ফর ইচ আদার’, কড়া নিশানায় মান্নানকে দিল্লি দেখালেন মমতা

কংগ্রেস-সিপিএম যত অন্ধ বিরোধিতা করছে, ততই দূরে চলে যাচ্ছে মানুষের কাছ থেকে। তবু বিরোধিতা চালিয়ে যাচ্ছে। এমনকী রাজ্যপালের ভাষণ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

বিধানসভার জবাবি ভাষণে বিরোধী কংগ্রেস ও সিপিএমকে এক সুরে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জবাবি ভাষণে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সিপিএম ও কংগ্রেস চিরকাল এক। কংগ্রেস এ রাজ্যে সিপিএমের বি টিম হয়েছিল। ওরা মেড ফর ইচ আদার। আমি যখন কংগ্রেস করতাম, এ জন্য অনেক সাফার করেছি।'

কংগ্রেস-সিপিএম ‘মেড ফর ইচ আদার’, কড়া নিশানায় মান্নানকে দিল্লি দেখালেন মমতা

[আরও পড়ুন:মমতাকে ফোন সনিয়ার, শুভেচ্ছার মোড়কে জোটবার্তায় শুরু ২০১৯-এর সলতে পাকানো][আরও পড়ুন:মমতাকে ফোন সনিয়ার, শুভেচ্ছার মোড়কে জোটবার্তায় শুরু ২০১৯-এর সলতে পাকানো]

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, 'কংগ্রেস-সিপিএম যত অন্ধ বিরোধিতা করছে, ততই দূরে চলে যাচ্ছে মানুষের কাছ থেকে। তবু বিরোধিতা চালিয়ে যাচ্ছে। এমনকী রাজ্যপালের ভাষণ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকেও অস্বীকার করছেন বিরোধীরা।'

তাঁর কথায়, 'বিরোধীরা কেবল তর্জন-গর্জন করে, আর বিধানসভায় বিভ্রান্তিমূলক কথা বলে বেড়ায়। এটাও বোঝেন না- কাকে বলতে দেওয়া হবে, সেটা ঠিক করেন স্পিকার। ওঁরা আমাকে ভয় পান বলেই আমার ভাষণের সময় উপস্থিত থাকেন না। কতদিন ওঁরা আমার ভাষণের সময় উপস্থিত ছিলেন, তা হাতে গুণে বলা যাবে।'

এদিন রাজ্যের দেনা নিয়ে মুখ্যমন্ত্রী কঠোর সমালোচনা করেন কংগ্রেস-সিপিএম-বিজেপির। মান্নানবাবুকে কর্নাটক, সিপিএমকে কেরালা ও বিজেপিকে রাজস্থান সরকারের দিকে তাকাতে বলেন তিনি। মমতার যুক্তি, 'সীমিত টাকা নিয়ে আমাকে কাজ করতে হয়। যে টাকা আয় করি, তার বেশিরভাগই চলে যায় বিগত সরকারের দেনা দিতে। তবু আমরা কাজ করছি, উন্নয়ন করছি। আর আপনারা শুধু কুৎসা করছেন।'

মমতা এদিন আলাদা করে কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি আক্রমণ করেন বিরোধী দলনেতা আবদুল মান্নানকে। তিনি বলেন, 'ওঁরা সব সেলফিস জায়েন্ট। ওঁরা কর্নাটকের উদাহরণ দিচ্ছে। কিন্তু মনে রাখুন আমি এখানে কর্নাটক নিয়ে আলোচনা করতে আসিনি। বাংলা কী করছে দেখুন। বাংলা নিয়ে আলোচনা করুন।'

সেই সঙ্গে তিনি বাংলার কংগ্রেসকে তোপ দেগে বলেন, 'তৃণমূল কংগ্রেস ছাড়া দিল্লি চলে না আপনাদের। তাই কংগ্রেসীরা চুপ করুন। দিল্লিতে গিয়ে খোঁজ করুন। আপনারা কিছুই জানেন না। এখানকার কংগ্রেস নেতাদের চুনোপুটি বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।' তিনি বলেন, 'গতকাল সোনিয়া গান্ধী আমাকে ফোন করেছিলেন। উপনির্বাচনে জয়ের পর তিনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমিও পাল্টা শুভেচ্ছা জানিয়েছি রাজস্থানে বিজেপিকে পর্যুদস্ত করার জন্য।'

এদিন কন্যাশ্রী নিয়েও বিরোধী দলনেতা আবদুল মান্নানকে আক্রমণ করেন। বলেন, 'আপনারা অযথা সমালোচনা করবেন না। রাজ্যের গর্বে গর্বিত হন। অন্ধ বিরোধিতা করলে আগামী দিনে আপনাদের কারও জামানত থাকবে না। কন্যাশ্রী মেয়েদের অপমান করার অধিকার আপনার নেই, এটা মনে রাখবেন।'

[আরও পড়ুন:বিজেপিকে 'ভারত ছাড়া' করার ফর্মুলা তৈরি মমতার, তবে কি সিপিএমেও ছুঁৎমার্গ উধাও][আরও পড়ুন:বিজেপিকে 'ভারত ছাড়া' করার ফর্মুলা তৈরি মমতার, তবে কি সিপিএমেও ছুঁৎমার্গ উধাও]

English summary
Mamata Banerjee attacks Congress and CPM is made for each other. CM gives reply speech of budget at assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X