For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋণমকুব মোদী সরকারের কেলেঙ্কারি! সোশ্যাল মিডিয়ার তোপ দাগলেন মমতা

ব্যাঙ্ক জালিয়াতি থেকে কৃষক-দলিতদের দুর্দশা মতো সাংঘাতিক ইস্যুগুলি এড়িয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। সরকার পক্ষ সংসদে কোনও আলোচনাই করতে চাইছে না।

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্ক জালিয়াতি থেকে কৃষক-দলিতদের দুর্দশা মতো সাংঘাতিক ইস্যুগুলি এড়িয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। সরকার পক্ষ সংসদে কোনও আলোচনাই করতে চাইছে না। এই ইস্যুতে এবার কেন্দ্রের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করে দেশের কর্পোরেট সংস্থাগুলির অনাদায়ী ঋণ নিয়ে সরব হলেন। কৃষকদের ঋণ কেন মকুব হল না তা নিয়ে প্রশ্ন তুললেন। এ প্রসঙ্গে রাজ্যসভাতেও নোটিশ জারি করলেন দলনেতা ডেরেক ওব্রায়েন।

ঋণমকুব মোদী সরকারের কেলেঙ্কারি! সোশ্যাল মিডিয়ার তোপ দাগলেন মমতা

[আরও পড়ুন:ঋতব্রতর পোস্ট শেয়ার মমতার! একযোগে মোদীকে নিশানায় এ কোন ইঙ্গিত রাজ্য-রাজনীতিতে][আরও পড়ুন:ঋতব্রতর পোস্ট শেয়ার মমতার! একযোগে মোদীকে নিশানায় এ কোন ইঙ্গিত রাজ্য-রাজনীতিতে]

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, 'রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্কগুলির ঋণ মকুব আসলে একটা কেলেঙ্কারি। অবাক লাগছে, দেশের কৃষকরা ঋণের ভারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, অথচ সরকারের কোনও হেলদোল নেই। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঋণ মকুবের তালিকায় কেন এই গোপনীয়তা, প্রশ্ন তোলেন তিনি। বলেন, তালিকা প্রকাশ্যে আনুক সরকার। মানুষ সব জানুক।'

মুখ্যমন্ত্রী আরও লেখেন, 'ব্যাঙ্ক কেলেঙ্কারি থেকে শুরু করে কৃষকদের দুর্দশা, ঋণভারে জর্জরিত হয়ে যাওয়া, দলিতদের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। সরকার শুধু ঋণ মকুবের ফাঁপা বুলি আওড়াচ্ছে।' মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন নোটিশ জারি করে।

[আরও পড়ুন:রাজ্য প্রশাসনে হস্তক্ষেপ রাজ্যপালের! নয়াদিল্লিতে রাজনাথ সকাশে তৃণমূল সাংসদরা][আরও পড়ুন:রাজ্য প্রশাসনে হস্তক্ষেপ রাজ্যপালের! নয়াদিল্লিতে রাজনাথ সকাশে তৃণমূল সাংসদরা]

তিনি বলেন, 'আমরা চাই ব্যাঙ্ক জালিয়াতি, দলিতদের সমস্যা ও কৃষকদের দুর্দশার মতো ইস্যু নিয়ে সংসদে আলোচনা হোক। সংসদে যে হল্লা হচ্ছে, তা আসলে সরকারেরই তৈরি করা। এই সমস্ত সমস্যাগুলো এড়িয়ে যেতেই এটা সরকারের একটা পরিকল্পনা।'

এদিকে মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্র বলছে ২০১৪ সাল থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রয়ত্ত্র ব্যাঙ্কগুলির ২,৪১,৯১১ কোটি টাকা মকুব করা হয়েছে। অথচ কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করছে। তাঁদের ঋণ মকুবের দাবি গ্রাহ্য করা হচ্ছে না। এ কেমন দ্বিচারিতা? এটা একটা দুর্নীতি। তাই সবার আগে ঋণ মকুবের তালিকা প্রকাশ করুক কেন্দ্র।'

[আরও পড়ুন: বিরোধী দলগুলির সঙ্গে বোঝাপড়া করে চলবে সিপিএম! পঞ্চায়েতের আগে কীসের ইঙ্গিত বিমানের][আরও পড়ুন: বিরোধী দলগুলির সঙ্গে বোঝাপড়া করে চলবে সিপিএম! পঞ্চায়েতের আগে কীসের ইঙ্গিত বিমানের]

English summary
Mamata Banerjee attacks central government on twitter on Bank scam issue. Mamata speaks for farmers' debt waiver,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X