For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরহাদের মাধ্যমে বিজেপি কাউন্সিলারকে বার্তা মমতার! সৌজন্য দেখাল বিজেপিও

সংঘাতের মধ্যেই সৌজন্যের নজির! নবান্ন অভিযানে আহত মীনাদেবী পুরোহিতকে দেখতে গেলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার একাধিক ইস্যুতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। আর তা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে বাংলা। কলকাতা তো বটেই, দফায় দফায়

  • |
Google Oneindia Bengali News

সংঘাতের মধ্যেই সৌজন্যের নজির! নবান্ন অভিযানে আহত মীনাদেবী পুরোহিতকে দেখতে গেলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার একাধিক ইস্যুতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। আর তা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে বাংলা। কলকাতা তো বটেই, দফায় দফায় উত্তেজনা ছড়ায় সাঁতরাগাছিতে।

পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। এমনকি কাচের বোতল ছোঁড়া হয় বলেও অভিযোগ। পালটা পুলিশের তরফে কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করা হয়।

ছুটে গেলেন ফিরহাদ

ছুটে গেলেন ফিরহাদ

আর এর মধ্যেই সৌজন্যের নজির দেখালেন বিজেপি এবং তৃণমূল দু'দলই। যা অনেকেই বলছেন বিরল। বিশেষ করে এই মুহূর্তে তৃণমূল বিজেপির সম্পর্ক একেবারে ল্যাজেগোবরে অবস্থা। একাধিক ইস্যুতে একে অপরের বিরুদ্ধে তোপ দাগে। আর এর মধ্যেই বিজেপির কাউন্সিলারকে দেখতে গেলেন ফিরহাদ হাকিম। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের হেনস্তার মুখে পড়েন বিজেপি কাউন্সিলার মীনাদেবী পুরোহিত। ইটের আঘাতে মাথাও ফেটেছে। এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। আর সেই খবর পাওয়া মাত্র ছুটে গেলেন ফিরহাদ।

দ্রুত আরোগ্য কামনা করেছেন

দ্রুত আরোগ্য কামনা করেছেন

চিকিৎসাধীন বিজেপি কাউন্সিলার মীনাদেবী পুরোহিতের সঙ্গে কথা বলেম মেয়র। পাশাপাশি দ্রুত তাঁর আরগ্য কামনায় করেন তিনি। পরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, রাজনীতি নিয়ে কথা বলতে আসিনি। কি ঘটনা ঘটেছে তা নিয়ে তর্ক বিতর্কে জাবো না। তবে পুরসভা তাঁর পাশে আছে বলে জানান ফিরহাদ হাকিম। অন্যদিকে তিনি পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলেও জানিয়েছেন। ফিরহাদ জানান, মুখ্যমন্ত্রী তাঁর শুভেচ্ছা পাঠিয়ছেন। একই সঙ্গে দ্রুত আরোগ্য কামনা করেছেন বলেও জানিয়েছেন মেয়র।

পুলিশ কর্তাকে ফোন বিজেপি নেতার

পুলিশ কর্তাকে ফোন বিজেপি নেতার

অন্যদিকে এসিপি দেবজিত চট্টোপাধ্যায়কে ফোন করে আরোগ্য কামনা করলেন সুকান্ত মজুমদার। ঘটনার সময় পুলিশ কর্তাকে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও। জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ কর্তার হাত ভেঙে গিয়েছে। শরীরের একাধিক জায়গাতে চোট লেগেছে। আর এরপরেই সুকান্ত মজুমদার এসিপি দেবজিত চট্টোপাধ্যায়কে ফোন করেন বলে জানা যাচ্ছে। পরে বিজেপি নেতা বলেন, কথা হয়েছে। উনি ভালো আছেন। খুব শীঘ্রই সেরে উঠবে বলে জানান বিজেপি রাজ্য সভাপতি।

মীনাদেবী পুরোহিতকেও দেখতে যান সুকান্ত

মীনাদেবী পুরোহিতকেও দেখতে যান সুকান্ত

পাশাপাশি বুধবার বিজেপি কাউন্সিলার মীনাদেবী পুরোহিতকেও দেখতে যান সুকান্ত মজুমদার। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য বিজেপি কর্মীদের সঙ্গেও দেখা করেন তিনি। পরে বিজেপি রাজ্য সভাপতি জানান, বহু বিজেপি কর্মী ঘটনায় আহত হয়েছে। বিভিন্ন হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন বলে জানিয়েছেন তিনি। বিজেপি তাঁদের পাশে আছে বলেও জানান সুকান্ত মজুমদার।

English summary
mamata banerjee asks about mina devi purohit health, sukanta majumdar called injured police officer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X