For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনশন মঞ্চে হঠাৎ হাজির মমতা, মুখ্যমন্ত্রীর পা ধরে আর্তি এসএসসি চাকরি প্রার্থীদের

এসএসসি প্রার্থীদের অনশন মঞ্চে হঠাৎ হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসএসসি প্রার্থীদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

Google Oneindia Bengali News

এসএসসি প্রার্থীদের অনশন মঞ্চে হঠাৎ হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসএসসি প্রার্থীদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, চাকরিপ্রার্থীদের দাবি বিবেচবনা করবেন তিনি। নির্বাচনী বিধির কারণে তিনি এদিন ঘোষণা করতে না পারলেও মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত এসএসসি প্রার্থীরা।

অনশন মঞ্চে হঠাৎ হাজির মমতা, মুখ্যমন্ত্রীর পা ধরে আর্তি এসএসসি চাকরি প্রার্থীদের

আসন্ন লোকসভার আগে দলীয় ইস্তেহার প্রকাশ করে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানে জোর দিয়েছেন। আর তারপরই তিনি সটান ছুটে এসেছেন এসএসসি প্রার্থীদের ধরনা মঞ্চে। মুখ্যমন্ত্রীকে দেখেই এসএসসি প্রার্থীরা তাঁর পা জড়িয়ে ধরেছেন। একটা কোনও সুরাহা করার আর্জি জানিয়েছেন।

[আরও পড়ুন:অনুব্রতর 'নকুলদানা'র পাল্টা রামপ্রসাদের 'লাড্ডু'! বোলপুরে জোরকদমে চলছে প্রচার ][আরও পড়ুন:অনুব্রতর 'নকুলদানা'র পাল্টা রামপ্রসাদের 'লাড্ডু'! বোলপুরে জোরকদমে চলছে প্রচার ]

মুখ্যমন্ত্রী তখনই তাঁদের আশ্বস্ত করে জানান, আপনারা যে রাজনৈতিক দলেরই সমর্থন হোন না কেন, আপনাদের সবার জন্যই আমার সহানুভূতি রয়েছে। আপনাদের বিষয়টি বিবেচনা করা হবে। এখন নির্বাচনী বিধি রয়েছে, নির্বাচনের পরই বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কেউই বঞ্চিত না হন। তিনি বলেন, ভরসা রাখুন সমাধান হবে। পার্থ চট্টোপাধ্যায়কে পদক্ষেপ নিতে বলেন। জুনের প্রথম সপ্তাহেই পদক্ষেপ নেবে সরকার। প্রয়োজনে আইনে বদল আনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: বিজেপির ভুলেই নিজের গড়ে মুখ পুড়ল যোগীর! প্রার্থী তালিকা ঘিরে আজব কাণ্ড ][আরও পড়ুন: বিজেপির ভুলেই নিজের গড়ে মুখ পুড়ল যোগীর! প্রার্থী তালিকা ঘিরে আজব কাণ্ড ]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসএসসি প্রার্থীদের অনশন মঞ্চে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। উভয়েই কথা বলেন অনশনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে। মুখ্যমন্ত্রী অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন। অনশনের ২৮ দিনে মুখ্যমন্ত্রীর আনুগত্য পেয়ে আন্দোলনকারী প্রার্থীরা বিবেচনা করছেন অনশন প্রত্যাহারের ব্যাপারে। উল্লেখ্য ৩৫০ অধিক চাকরিপ্রার্থী অনশনে বসেছিলেন চাকরির দাবিতে। অবশেষে সেই অনশনে ইতি টানার অপেক্ষা।

[আরও পড়ুন: মোদীর না আছে নীতি, না আছে আয়োগ! ফের যোজনা কমিশনের সুপারিশ মমতার][আরও পড়ুন: মোদীর না আছে নীতি, না আছে আয়োগ! ফের যোজনা কমিশনের সুপারিশ মমতার]

English summary
Mamata Banerjee appears on the stage of hunger strike of SSC candidates. CM assures to consider their demand after 28 days of strike,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X