For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা মমতার, বিধানসভাও মুলতবির আর্জি প্রিয়-র প্রয়াণে

প্রিয়রঞ্জন দাশমুন্সির পরিবার চাইলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষকৃত্য সম্পন্ন করা হবে। ছুটি ঘোষণা করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

প্রিয়রঞ্জন দাশমুন্সির পরিবার চাইলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে তাঁর একপ্রস্থ কথাও হয়েছে বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক আবদুল মান্নানের সঙ্গে। এরই পাশাপাশি কিংবদন্তি নেতার প্রয়াণে সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটিও ঘোষণা করেন তিনি।

সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা মমতার, বিধানসভাও মুলতবির আর্জি প্রিয়-র প্রয়াণে

[আরও পড়ুন:নেতৃত্বের স্বাভাবিক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন প্রিয়রঞ্জন, রাজনীতির বর্ণময় চরিত্রকে একবার ফিরে দেখা][আরও পড়ুন:নেতৃত্বের স্বাভাবিক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন প্রিয়রঞ্জন, রাজনীতির বর্ণময় চরিত্রকে একবার ফিরে দেখা]

এদিকে বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান দাবি তোলেন প্রিয়রঞ্জন দাশমুন্সিকে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার বিধানসভা মুলতবি রাখার। সেইমতো পার্থ চট্টোপাধ্যায় জানান, অধ্যক্ষের কাছে আবেদন রাখা হয়েছে বিধানসভা মুলতবি রাখার জন্য। সমস্ত বিধায়ক যাতে তাঁকে শ্রদ্ধা জানাতে যেতে পারেন, সেই কারণেই দুপুর ১২টার পর বিধানসভা মুতলবি করার আর্জি রাখা হয়।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, প্রিয়দার শেষকৃত্য কীভাবে হবে তা স্থির করার পূর্ণ অধিকার রয়েছে তাঁর পরিবারের। তাঁর পরিবার ও দল ঠিক করবে, প্রিয়দার শেষকৃত্য হওয়ার ব্যাপারে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তা সম্পন্ন করতে আমার সরকারের কোনও সমস্যা নেই। শুধু তাঁর পরিবারের সম্মতির অপেক্ষা।

সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা মমতার, বিধানসভাও মুলতবির আর্জি প্রিয়-র প্রয়াণে

[আরও পড়ুন:সিদ্ধার্থশঙ্কর রায় মুখ্যমন্ত্রী হলেও প্রিয়রঞ্জনই ছিলেন জ্যোতি বসুর প্রধান 'প্রতিদ্বন্দ্বী'][আরও পড়ুন:সিদ্ধার্থশঙ্কর রায় মুখ্যমন্ত্রী হলেও প্রিয়রঞ্জনই ছিলেন জ্যোতি বসুর প্রধান 'প্রতিদ্বন্দ্বী']

এদিন ফেসবুক বার্তায় মমতা শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, প্রিয়দার প্রয়াণে আমি গভীর শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। সাতের দশক থেকেই তিনি বাংলার জনপ্রিয় রাজনীতিক ছিলেন। কিন্তু শেষ ন-বছর তিনি কোমাচ্ছান্ন অবস্থায় কাটিয়েছেন। ২০০৮ সালে অসুস্থ হয়ে না পড়লে তিনি বাংলার জন্য আরও কাজ করতে পারতেন।

মুখ্যমন্ত্রী শোকবার্তা দেওয়ার পরই জানান, কাল প্রিয়দার স্মরণে অর্ধদিবস ছুটি থাকবে সরকারি কর্মচারীদের। বিধানসভা মুলতবি করার ব্যাপারে অধ্যক্ষকে আর্জি জানানো হয়েছে। তিনিই বিবেচনা করবেন মুলতবির বিষয়টি। কলকাতায় মরদেহ নিয়ে আসার পর শেষশ্রদ্ধা জানানো হবে প্রিয়দার মরদেহ।

English summary
Mamata Banerjee announces half holyday of government employees for the death of Priyaranjan Dasmunsi on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X