For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা-কাণ্ডে নিহত সেনার পরিবারকে আর্থিক সাহায্য, পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গিহানায় নিহত সেনা পরিবারের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামা-কাণ্ডে নিহত বাংলার দুই সেনা জওয়ানের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করলেন।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গিহানায় নিহত সেনা পরিবারের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামা-কাণ্ডে নিহত বাংলার দুই সেনা জওয়ানের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি ঘোষণা করেন, পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে দুই পরিবারকে।

পুলওয়ামা-কাণ্ডে নিহত সেনার পরিবারকে আর্থিক সাহায্য, পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এবং তাঁর সরকার ও তাঁর দলের সমস্ত সদস্য সর্বদা শহিদ পরিবারের পাশে রয়েছে। হাওড়ার বাউড়িয়ার চককাশীতে নিহত সেনা বাবলু সাঁতরা ও নদিয়ায় পলাশিপাড়ায় নিহত সেনা সুদীপ বিশ্বাসের পরিবারের পাশে থাকার বার্তা পাঠিয়েছেন মমতা। তিনি নিজে ফোন করে কথা বলেছেন। এলাকার নেতা-মন্ত্রীদের পাঠিয়েছেন। এদিন আর্থিক সহায়তা দানের কথা ঘোষণা করে সেই বার্তাকে আরও জোরদার করলেন।

[আরও পড়ুন:পুলওয়ামা-কাণ্ডে হিংসা ছড়ানোর প্রচেষ্টা সংবিধানের পদে থাকা ব্যক্তির! নিন্দায় মুখর মুখ্যমন্ত্রী][আরও পড়ুন:পুলওয়ামা-কাণ্ডে হিংসা ছড়ানোর প্রচেষ্টা সংবিধানের পদে থাকা ব্যক্তির! নিন্দায় মুখর মুখ্যমন্ত্রী]

গত বৃহস্পতিবার পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হানায় শহিদ হন রাজ্যের দুই জওয়ান। তারপর কেটে গিয়েছে এক সপ্তাহ। অন্যান্য রাজ্য সরকার যখন পরদিনই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে, তখন মমতার সরকার কেন বিলম্ব করল ঘোষণায়, তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। উল্লেখ্য, বিজেপি এরই মধ্যে সমালোচনা শুরু করে মমতার সরকারের ক্ষতিপূরণ ঘোষণা নিয়ে। দিলীপ ঘোষ বলেন, বিষমদে মারা গেলে দু-লক্ষ ক্ষতিপূরণ, আর সেনার বেলায় শূন্য।

[আরও পড়ুন:ওরাই কি শুধু ভারতীয়, অন্যরা নয়! পুলওয়ামা-কাণ্ডে মোদীর আচরণ নিয়ে প্রশ্ন মমতার][আরও পড়ুন:ওরাই কি শুধু ভারতীয়, অন্যরা নয়! পুলওয়ামা-কাণ্ডে মোদীর আচরণ নিয়ে প্রশ্ন মমতার]

তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিলম্বে আর্থিক সাহায্য ঘোষণার কোনও ব্যাখ্যা দেননি। তবে এদিন মোদী সরকারের সমালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী নাম না করে তথাগত রায়কে নিশানা করেন। নাম না করেই তিনি বলেন, সংবিধানের কোনও পদাধিকারী টুইট করে হিংসা ছড়ানোর ভয়ঙ্কর চেষ্টা করছেন। তাঁর মতো সাংবিধানিক প্রধানের মুখে এ ধরনের মন্তব্য একেবারেই শোভা পায় না। দেশভাগ এ ধরনের মন্তব্যকে কোনও গুরুত্ব না দেওয়ার আবেদন করেন বাংলার মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন:'না পাখির কলরব শোনা যাবে, না মন্দিরে ঘণ্টা বাজবে',ভারতকে তাক করে ভিডিও পোস্ট পাক মন্ত্রী রাশিদের][আরও পড়ুন:'না পাখির কলরব শোনা যাবে, না মন্দিরে ঘণ্টা বাজবে',ভারতকে তাক করে ভিডিও পোস্ট পাক মন্ত্রী রাশিদের]

English summary
Bengal Chief Minister Mamata Banerjee announces compensation to martyrs family of Bengal. She decides to gives 5 lacs compensation for the families,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X