For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ৪২-এ ৪২! কংগ্রেসকে চরম বার্তা দিয়ে মিশন ২০১৯-এর লক্ষ্যে স্থির মমতা

ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কংগ্রেসকে চরম বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানালেন, এবার যে কোনও একটা পথ বেছে নিতে হবে কংগ্রেসকে।

Google Oneindia Bengali News

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কংগ্রেসকে চরম বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানালেন, এবার যে কোনও একটা পথ বেছে নিতে হবে কংগ্রেসকে। নইলে বাংলায় আমরা একাই লড়ব। একা লড়লেই আমরা ভালো করব। তিনি সাফ জানালেন দিল্লিতে বিপাকে পড়লে তৃণমূলের সাহায্য চাইব, আর বাংলায় তৃণমূলের বিরোধিতা করে যাব, তা আর হবে না। কংগ্রেস এবার একটা সিদ্ধান্ত নিক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলায় বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস ও সিপিএম তৃণমূলের বিরোধিতা করছে। আর দিল্লিতে গিয়ে তৃণমূলের সাহায্য চাইছে বিজেপির বিরোধিতায়। এবার বিশেষ করে কংগ্রেসকে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার আর্জি জানান মমতা। ওরা বাংলায় বিজেপির সঙ্গে চলছে। আর দিল্লিতে বিজেপির বিরোধিতা করছে।

বাংলায় ৪২-এ ৪২! কংগ্রেসকে চরম বার্তা দিয়ে মিশন ২০১৯-এর লক্ষ্যে স্থির মমতা

তিনি বলেন, বাংলায় জগাই মাধাই আর বিদাই এক সঙ্গে চলছে। পঞ্চায়েত নির্বাচনে এক সঙ্গে লড়াই করেছে। এটা আমার দুঃখ। কিন্তু বাংলায় যদি কেউ না আসে আমরা একলাই লড়ব। বাংলায় তৃণমূল একাই লড়বে। কংগ্রেস হাইকম্যান্ডকেও এদিন বার্তা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে একলা চলার ডাক দিলেও কংগ্রেসের জন্য যে দুয়ার খোলা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আভাসও পাওয়া গিয়েছে একুশের মঞ্চ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন, কংগ্রেস যদি নিজেদের শুধরে নেয়, তবে তৃণমূল ভাবনা-চিন্তা করবে একসঙ্গে চলার ব্যাপারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের অঙ্গীকার, বাংলায় ৪২-এ ৪২ থাক, আর বিজেপি গোল্লায় যাক। তৃণমূল কংগ্রেসই এবার বাংলায় বিরোধী শূন্য করে ভারতে পার্লামেন্ট দখলের পথ দেখাবে। ২০১৯-এ বিজেপি ফিনিশ হয়ে যাবে। পরবর্তী ২০১৯ পরবর্তী লালকেল্লায় যাতে নরেন্দ্র মোদী আর ভাষণ দিতে না পারেন, সেই লক্ষ্যেই ব্রিগেডের ডাক দিলেন তিনি।

[আরও পড়ুন:আলিঙ্গন রাজনীতির গুরু মোদীই, দেখুন কিভাবে রাষ্ট্রনেতাদের কাছে টেনে নিয়েছেন প্রধানমন্ত্রী][আরও পড়ুন:আলিঙ্গন রাজনীতির গুরু মোদীই, দেখুন কিভাবে রাষ্ট্রনেতাদের কাছে টেনে নিয়েছেন প্রধানমন্ত্রী]

এই ব্রিগেড ডাকে তিনি আবার বুঝিয়ে দিয়েছেন, বাংলার ভোট লড়াইয়ে তৃণমূল একা লড়ার কথা বললেও সর্বভারতীয় ক্ষেত্রে তিনি সবাইকে নিয়ে চলতে চান। সেইমতো ১৯শে জানুয়ারি ব্রিগেডের সভায় তিনি সারা দেশের বিজেপি বিরোধী নেতাদের হাজির করবেন মঞ্চে। বিরোধী ঐক্যের বার্তায় দিল্লি দখলের ডাক দেবেন একযোগে।

[আরও পড়ুন:রাহুলের 'অবাঞ্ছিত আলিঙ্গন' নিয়ে চরম কটাক্ষ মোদীর, যোগী-গড়ে দাগলেন তোপ ][আরও পড়ুন:রাহুলের 'অবাঞ্ছিত আলিঙ্গন' নিয়ে চরম কটাক্ষ মোদীর, যোগী-গড়ে দাগলেন তোপ ]

English summary
CM Mamata Banerjee also gives message to Congress in mission 2019. Mamata says TMC will win 42 out of 42 in Loksabha Election 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X