দুই ছাত্রকে খুন করেছে বিজেপি! তারপর নেমেছে বনধের রাজনীতিতে, তোপ মমতার
ইসলসামপুরে বহিরাগত গুন্ডাদের এনে ছাত্র খুন করেছে বিজেপি। তারপর বনধ ডেকে রাজনীতি করছে। বিজেপিকে কড়া ভাষায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুর-কাণ্ডের জন্য বিজেপি এবং আরএসএসকেই প্রত্যক্ষভাবে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি আর আরএসএস বিহার-ঝাড়খণ্ড থেকে লোক ঢোকাচ্ছে বাংলায় অশান্তি ছড়াতে।

মমতার অভিযোগ, বিজেপি প্রথমে খুন করছে, তারপর খুনের রাজনীতি করছে। এই হত্যার জবাব দিতে হবে বিজেপিকে। মুখে কালো কাপড় বেঁধে কারা এসেছিল সেদিন? প্রশ্ন তোলেন তিনি। এরপরই ইতালির মিলান থেকে বিজেপিকে তাক করে তাঁর হুঙ্কার, ইসলামপুর-কাণ্ডে দায় এড়াতে পারে না বিজেপি।
তিনি বলেন, আমার কাছে খবর আছে, পুলিশের গুলিতে মৃত্যু হয়নি ছাত্রদের। অন্য কেউ গুলি চালিয়েছে। তার আগে ছাত্রদের উসকানি দেওয়া হয়েছে। যাঁরা সাম্প্রদায়িক উসকানি দিয়েছে, তাঁরাই ছাত্র-খুনের পিছনে রয়েছে। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তা না হলে স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে কোন বিষয়ের, তা নিয়ে ছাত্রদের পক্ষে আন্দোলনে নামা সম্ভব নয়।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি মানুষকে উসকে দিয়ে, তারপর বাংলা বনধ ডেকে প্রতিবাদে নামতে চাইছে। বাংলায় কোনও বনধ হবে না। সব ব্যবস্থা নেবে প্রশাসন। তার পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্ত হবে, সব সত্য সামনে আনা হবে। দোষীদের বরদাস্ত করা হবে না। নিহত ছাত্রের পরিবারের পাশে থাকবে রাজ্য।