For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিরদিনের নায়ক উত্তমকুমারকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর, মহানায়ক সম্মান পেলেন অপর্ণা-পরাণ

মহানায়ক উত্তমকুমারের ৩৯তম প্রয়াণ দিবসে মহানায়ক সম্মানে ভূষিত হলেন অপর্ণা সেন ও পরাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নজরুল মঞ্চে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সম্মান প্র

Google Oneindia Bengali News

মহানায়ক উত্তমকুমারের ৩৯তম প্রয়াণ দিবসে মহানায়ক সম্মানে ভূষিত হলেন অপর্ণা সেন ও পরাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নজরুল মঞ্চে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সম্মান প্রদান করেন। একইসঙ্গে বর্ষসেরা চলচ্চিত্র সম্মান প্রদানও করেন মুখ্যমন্ত্রী। মহানায়ককে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সকলের হাতে সম্মান অর্পণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চিরদিনের ‘নায়ক’কে শ্রদ্ধার্ঘ্য, মহানায়ক সম্মান প্রদান মমতার

এদিন মুখ্যমন্ত্রী সিনেমা জগতে অবদানের জন্য মহানায়ক সম্মান প্রদান করেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন ও অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও এদিন বর্ষসেরা চিত্রনাট্যকারের সম্মান পান কৌশিক গঙ্গোপাধ্যায়, বর্ষসেরা পরিচালক হলেন মানস মুকুল পাল, বর্ষসেরা সঙ্গীত পরিচালক অনুপম রায়, চিত্রগ্রাহক শীর্ষ রায়, সেরা প্রযোজনা ভেঙ্কটেশ ফিল্মস।।

সেরা অভিনেতার সম্মান পান আবীর চট্টোপাধ্যায়, সেরা অভিনেত্রী মিমি চক্রবর্তী। বর্ষসেরা দুই শিশু অভিনেতা সামিউল আলম, নূর ইসলাম। এদিন অভিনেতা-অভিনেত্রী, চিত্রনির্মাতাদের হাতে সম্মাননা প্রদান করে মুখ্যমন্ত্রী বলেন, এদিন চিত্রজগতের অনেক দিকপালরা উপস্থিত রয়েছেন। সকলেই আছেন, সকলের মধ্যেই আছেন মহানায়ক উত্তর কুমার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, উত্তমকুমার হলেন অগ্নিপরীক্ষায় সবারউপরে চিরদিনের নায়ক। তাঁর অবদান চলচিত্রগজতে ভোলার নয়। তাঁর মৃত্যু নেই। তিনি সকল মানুষের মাঝে বেঁচে থাকবেন। বাংলা চলচ্চিত্র জগতে তাঁর নাম অমর অক্ষরে লেখা থাকবে চিরকাল।

English summary
Chief Minister Mamata Banerjee addresses respect to eternal hero Uttam Kumar and honors to actors and actresses in Mahanayak honors.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X