For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে কংগ্রেসের আসন নিয়ে 'উচ্ছ্বাস'! লোকসভা ভোটের ফল নিয়ে সিপিএমকে কড়া আক্রমণ মমতার

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের ফলাফলের জন্য রাজ্যের সিপিএম নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের সময় তিনি যে
অভিযোগ করেছিলেন, সেই অভিযোগই প্রতিফলিত হয়েছে এবারের নির্বাচনে। প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল জগাই-মাধাই-বিদাই এক হয়েছে রাজ্যে।

লোকসভা ভোটে রাজ্যে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে সিপিএম। তাদের ভোট ২৯ শতাংশ থেকে কমে হয়ে গিয়েছে ৭ শতাংশের আশপাশে। মধ্যে রয়েছে
প্রায় ২২ শতাংশের ফারাক। অন্যদিকে বিজেপির ভোট বাড়েছে প্রায় ২২ শতাংশের কাছাকাছি। তৃণমূল শিবিবের অভিযোগ সিপিএম-এর পুরো ভোট গিয়েছে বিজেপি বাক্সে।

'ভোট বেড়েছে তৃণমূলের'

'ভোট বেড়েছে তৃণমূলের'

দলের বৈঠকে ভোট নিয়ে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সিপিএমকে কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবারের নির্বাচনে তৃণমূলের ভোট প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। আরও ৫ শতাংশ ভোট বৃদ্ধি করতে পারলে ভাল হত বলে মন্তব্য করেছেন তিনি। এপ্রসঙ্গে তিনি বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের নাম না করে সমালোচনা করেন। বলেন, বাম-রাম-শ্যাম এক হলেও কিছু যায় আসে না।

'রাজ্যে সিপিএম-কংগ্রেস বিজেপি এক'

'রাজ্যে সিপিএম-কংগ্রেস বিজেপি এক'

ভোটের ফলাফল পর্যালোচনা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে বামেদের যে ২৯ শতাংশ ভোট ছিল তা কোথাও আড়াই শতাংশের নেমেছে, কোথাও তা নেমেছে সাত শতাংশে। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তিনি যে অভিযোগ করে আসছিলেন রাজ্যে সিপিএম কংগ্রেস বিজেপি এক হয়ে গিয়েছে। এবারও তা প্রমাণিত হয়েছে।

[আরও পড়ুন:তৃণমূলের প্রচারে অংশ নিয়েও বিজেপিকে ভোট! সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালি][আরও পড়ুন:তৃণমূলের প্রচারে অংশ নিয়েও বিজেপিকে ভোট! সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালি]

'নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ'

'নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ'

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সিপিএম বিজেপিকে সমর্থন করতে গিয়ে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছে। সিপিএম ত্রিপুরা বিজেপি হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেন মমতা। তবে কেরলে কংগ্রেসের ফল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

[আরও পড়ুন: ফল বেরনোর পর কাটল না এক সপ্তাহও! আমেথিতে গুলিতে মৃত্যু স্মৃতি ইরানির ঘনিষ্ঠ সহযোগীর][আরও পড়ুন: ফল বেরনোর পর কাটল না এক সপ্তাহও! আমেথিতে গুলিতে মৃত্যু স্মৃতি ইরানির ঘনিষ্ঠ সহযোগীর]

English summary
Mamata Baneree criticised CPM over their result in Loksabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X