For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরে অগ্নিকাণ্ড-আতঙ্ক! চাঁদনিচকে কাপড়ের শোরুমের আগুনে ধোঁয়ায় ঢাকল এলাকা

অগ্নিকাণ্ডের (fire) আতঙ্ক ছড়াল ভোরের শহরে। চাঁদনি চকে (Chandni Chowk) একটি কাপড়ের গুদামে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়s পড়ে। দোকানের ওপরে থাকা ফ্ল্যাটের বাসিন্দাদেরও সরানো হয়। ঘটনাস্থ

Google Oneindia Bengali News

অগ্নিকাণ্ডের (fire) আতঙ্ক ছড়াল ভোরের শহরে। চাঁদনি চকে (Chandni Chowk) একটি কাপড়ের গুদামে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়s পড়ে। দোকানের ওপরে থাকা ফ্ল্যাটের বাসিন্দাদেরও সরানো হয়। ঘটনাস্থলে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

চাঁদনি চকের গ্রান্ড স্ট্রিটে আগুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরে চাঁদনি চকের গ্যান্ড স্ট্রিটে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে প্রথমে একটি পর্দার দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ধ্বংসাত্মক রূপ ধারণ করে। আশপাশের দোকানে তা ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই দমকলে খবর দেন। দমকলের ৫ টি ইঞ্জিন ধটনাস্থলে যায়। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের রাস্তায় নেমে আসতেও দেখা যায়।

দাহ্য বস্তুতে দ্রুত আগুন ছড়ায়

দাহ্য বস্তুতে দ্রুত আগুন ছড়ায়

দমকল সূত্রে জানা গিয়েছে, ঘটনস্থলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে নির্দিষ্ট দোকানে ঢুকতে পারেন দমকলকর্মীরা। ওই দোকান এবং আশপাশের দোকান থেকে ধোঁয়া বেরোতে থাকায় দমকল কর্মীরা মাস্কও ব্যবহার করেন। দমকল সূত্রে জানা দিয়েছে, ওই দোকানের ভিতরে প্রচুর কাপড় মজুত ছিল। এছাড়াও সেখানে অ্য দাহ্য বস্তুও মজুত ছিল বলেও অনুমান।

অনুমান শর্টসার্কিট থেকে আগুন

অনুমান শর্টসার্কিট থেকে আগুন

দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ভোররাত তিনটে নাগাদ একটি দোকানে তাঁরা আগুন দেখতে পান। কিছুক্ষণের মধ্যে তা পাশেরপ দোকানে ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন।

 দিন কয়েক আগে ট্যাংরায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

দিন কয়েক আগে ট্যাংরায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

দিন কয়েক আগে ট্যাংরায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চামড়ার গুদামে আগুনে ধ্বংস হয়ে যায়। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়েছিল দমকলের ২০ টি ইঞ্জিন। সেদিন প্রায় তিনঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই কলকাতায় ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর ওই কারণেই আগুন নেভাতে দিয়েও সমস্যার পড়েন দমকলকর্মীরা।

আত্মনির্ভরতার পথে আরও একধাপ ভারতের! IIT Madras-এ সফল ৫জি কল করলেন মন্ত্রীআত্মনির্ভরতার পথে আরও একধাপ ভারতের! IIT Madras-এ সফল ৫জি কল করলেন মন্ত্রী

English summary
Major fire breaks out in Kolkata's Chandni Chowk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X