For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন মাঝেরহাট ব্রিজের মূল্য ১৬০ কোটি! তৈরি করবে রাজ্যে কাজ করা সংস্থা

নতুন মাঝেরহাট ব্রিজ তৈরি করবে পঞ্জাবের সংস্থা এসপি সিংলা কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড। ব্রিজ তৈরির খরচ ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। নবান্ন সূত্রে খবর, পুরো বিষয়টি এখন অর্থ দফতরের কাছে।

  • |
Google Oneindia Bengali News

নতুন মাঝেরহাট ব্রিজ তৈরি করবে পঞ্জাবের সংস্থা এসপি সিংলা কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড। ব্রিজ তৈরির খরচ ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। নবান্ন সূত্রে খবর, পুরো বিষয়টি এখন অর্থ দফতরের কাছে। অনুমতি মিললেই পূর্ত দফতরের অধীনে তৈরির কাজ শুরু হবে। কাজ শেষ হবে একবছরের মধ্যে।

নতুন মাঝেরহাট ব্রিজের মূল্য ১৬০ কোটি! তৈরি করবে রাজ্যে কাজ করা সংস্থা

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছিল ৪ সেপ্টেম্বর। ব্রিজ ভেঙে পড়ার পর পূর্ত দফতর সমীক্ষা চালায়। সূত্রের খবর অনুযায়ী, ব্রিজটিকে ৩ মাসে চালু করার রিপোর্ট দিয়েছিল পূর্ত দফতর। কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, সেখানে নতুন করে ব্রিজ তৈরি করা হবে।

মাঝেরহাটে ব্রিজ নতুন করে তৈরি করতে গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছিল। সেখানে অংশগ্রহণ করে ৮ টি সংস্থা। নবান্ন সূত্রে খবর, এর মধ্যে পঞ্জাবের সংস্থা এসপি সিংলা কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেডের দেওয়া নকশা পছন্দ হয় পূর্ত দফতরের কর্তাদের। প্রশাসনিক আধিকারিকরাও বিষয়টি খতিয়ে দেখেন। পরে এসপি সিংলা কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেডকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়।

১৬০ কোটি টাকা ব্যয়ে নতুন মাঝেরহাট ব্রিজটি তৈরি হবে। নবান্ন সূত্রে খবর, পুরো বিষয়টি এখন অর্থ দফতরের হাতে। তারা অনুমতি দিলেই কাজ শুরু হয়ে যাবে।

ইতিমধ্যে রাজ্যের একাধিক প্রোজেক্টে কাজ করছে এসপি সিংলা কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড। হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর একটি বড় ব্রিজ তৈরি করছে এই সংস্থা। কোচবিহারের হলদিবাড়িতে তিস্তার ওপর বড় ব্রিজ তৈরির দায়িত্বেও রয়েছে এই সংস্থা।

এদিকে, মঙ্গলবার থেকে মাঝেরহাট ব্রিজের বিকল্প হিসেবে তৈরি বেইলি ব্রিজ বাস চলাচলের জন্য খুলে দেওয়া হবে। পুজোর মুখে ব্রিজটি তৈরি হলেও, এতদিন তা ছোট গাড়ির জন্য খুলে রাখা হয়েছিল। এবার বড় গাড়ির জন্য ব্রিজটি খুলে যাওয়ায় বেহালার দিকে বসবাসকারী নাগরিকদের অনেকটাই সুবিধা হবে।

English summary
Majherhat Bridge will be constructed by SP Singla Construction Pvt. Ltd by 160 Crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X