For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বজবজ শাখায় শুরু হল রেল চলাচল, হাফ ছাঁড়লেন নিত্যযাত্রীরা

পোস্তা উড়ালপুল দুর্ঘটনার স্মৃতি উস্কে কলকাতায় ফের একবার ভেঙে পড়ল আরও একটি ব্রিজ। এদিন ভেঙে পড়ে মাঝেরহাট উড়ালপুল। স্টেশন সংলগ্ন এই ব্রিজ ভেঙে পড়ায় আরও বড় বিপর্যয় ঘটতে পারত বলে মনে করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

পোস্তা উড়ালপুল দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি উস্কে দিয়ে শহর কলকাতায় ফের একবার ভেঙে পড়ল আরও একটি উড়ালপুল। এদিন ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ । স্টেশন সংলগ্ন এই ব্রিজ ভেঙে পড়ায় আরও বড় বিপর্যয় ঘটতে পারত বলে মনে করা হচ্ছে। এদিকে, রেললাইনের উপরের এই ব্রিজটি ভেঙে পড়ায় খানিকক্ষণ বন্ধ থাকে শিয়ালদহ-বজবজ শাখার রেল যোগাযোগ।

 ব্রিজ দুর্ঘটনার জেরে বন্ধ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল, রুদ্ধ একাধিক রাস্তা, বিপাকে নিত্যযাত্রীরা

এদিকে, অফিস ফিরতি সময়ে ব্যস্ততম শিয়ালদহ শাখার রেল যোগাযোগ ক্ষতিগ্রস্তহ হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েন নিত্যযাত্রীরা। শিয়ালদহ থেকে বজবজ রুটে ট্রেন চলাচল কিছুক্ষণ স্থগিত রাখায় ব্যাপক সমস্যার সম্মুখীন হন বহু নিত্যযাত্রী। ভেঙে পড়া ব্রিজের বাকি অংশ আবারও ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। যার জেরে কয়েক ঘণ্টার জন্য বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। অন্যদিকে বন্ধ করে দিতে হয় ডায়মন্ডহারবার রোড। ফলে শহর জুড়ে তীব্র যানজট তৈরি হয়। বিচ্ছিন্ন হয়ে পড়ে বেহালা-একবালপুর সড়ক যোগাযোগ।

[আরও পড়ুন:উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর মন পড়ে কলকাতায়! চেষ্টা চলছে দার্জিলিং থেকে তাড়াতাড়ি ফেরার][আরও পড়ুন:উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর মন পড়ে কলকাতায়! চেষ্টা চলছে দার্জিলিং থেকে তাড়াতাড়ি ফেরার]

শহরজুড়ে বিভিন্ন জায়গায় বিপর্যস্ত হয় বাস চলাচল। সাহাপুর থেকে তারাতলা ক্রসিং রুটের বাসে ব্যাপক ভিড় হতে শুরু হয়। শেষমেশ সন্ধ্যার কিছু পরে বজবজ শাখায় ফের ট্রেন চলাচল শুরু করে রেল।

[আরও পড়ুন:ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, বাস-লরি চাপা পড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা, দেখুন ভিডিও][আরও পড়ুন:ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, বাস-লরি চাপা পড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা, দেখুন ভিডিও]

[আরও পড়ুন:রাজনীতিতে পরিবর্তনই কাম্য! তৃণমূল বিধায়কের তাৎপর্যপূর্ণ মন্তব্যে বাড়ছে জল্পনা ][আরও পড়ুন:রাজনীতিতে পরিবর্তনই কাম্য! তৃণমূল বিধায়কের তাৎপর্যপূর্ণ মন্তব্যে বাড়ছে জল্পনা ]

English summary
majherhat bridge collapse incident update, sealdah to budge budge rail connection stopped.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X