For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live মহেশতলার উপনির্বাচন গণনার আপডেট: ৬২ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল

রাজ্যের একটিমাত্র বিধানসভা আসনে উপনির্বাচনের গণনা বৃহস্পতিবার। বাটানগর উচ্চবালিকা বিদ্যালয়ে ভোটগণনা। এই আসনটিতে তৃণমূল কংগ্রেসের বিধায়িক কস্তুরী দাসের প্রয়াণের পর তাতে উপনির্বাচন হয় সোমবার।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের একটিমাত্র বিধানসভা আসনে উপনির্বাচনের গণনা বৃহস্পতিবার। বাটানগর উচ্চবালিকা বিদ্যালয়ে ভোটগণনা। এই আসনটিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কস্তুরী দাসের প্রয়াণের পর তাতে উপনির্বাচন হয় সোমবার। এইখানে লড়াইটা তৃণমূল কংগ্রেস ও সিপিএম, বিজেপি-র মধ্যে।

Live মহেশতলার উপনির্বাচন গণনার আপডেট: ষোড়শ রাউন্ডের শেষে তৃণমূলের এগনোর ব্যবধান ৫২ হাজার ছাড়াল

নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছিল। তবে বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ার ভোটগ্রহণ বিঘ্নিত হয়েছিল। এই কেন্দ্রের ২৮৩টি বুথের মধ্যে ৪৩টি বুথকে অতি উত্তেজনাপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছিল।

Newest First Oldest First
1:39 PM, 31 May

তৃণমূল পেয়েছে ১০৪৮১৮, বিজেপি ৪১৯৯৩, সিপিএম ৩০৩১৬
1:37 PM, 31 May

৬২৮৯৬ ভোটে জয়ী দুলাল দাস
1:14 PM, 31 May

১১৭ নম্বর বুথে ব্যালট ইউনিট খারাপ হয়েগিয়েছে, এর ভিভিপ্যাট ইউনিট গণনার পর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে
1:13 PM, 31 May

২১ রাউন্ডের গণনার শেষে তৃণমূল ১০৪২০৬, বিজেপি ৪১৮৮২, সিপিএম ৩০১৮০
1:11 PM, 31 May

২১ রাউন্ড গণনার পর ৬২৩২৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দুলাল দাস
12:13 PM, 31 May

সপ্তদশ রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন ৫৫৫৮১ ভোটে
12:12 PM, 31 May

সপ্তদশ রাউন্ডের গণনার শেষে তৃণমূল ৮৯৩১৮, বিজেপি ৩৩৭১৭, সিপিএম ২৫২৬২
11:54 AM, 31 May

ষোড়শ রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন ৫২,১০২ ভোটে
11:53 AM, 31 May

ষোড়শ রাউন্ডের গণনার শেষে তৃণমূল ৮৪০২৮, বিজেপি ৩১৯২৬, সিপিএম ২৪১০৮
11:47 AM, 31 May

বিজেপির ভোট ৭ শতাংশ থেকে বেড়ে ২৪ শতাংশের বেশি
11:47 AM, 31 May

বামেদের ভোট ৪২ শতাংশ থেকে নেমে গিয়েছে প্রায় ১৬ শতাংশে
11:46 AM, 31 May

এখনও পর্যন্ত ৬০ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল, বিজেপি পেয়েছে প্রায় ২৪ শতাংশ ভোট
11:14 AM, 31 May

দ্বাদশ রাউন্ডের গণনার শেষে তৃণমূল ৬৩৮৩৩ , বিজেপি ২৪৪৮১, সিপিএম ১৭৭৯৫
11:13 AM, 31 May

দ্বাদশ রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী দুলাল দাস এগিয়ে রয়েছেন ৩৯৩৫২ ভোটে
11:03 AM, 31 May

একাদশ রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী দুলাল দাস এগিয়ে রয়েছেন ৩৫৩৯৯ ভোটে
11:01 AM, 31 May

একাদশ রাউন্ডের গণনার শেষে তৃণমূল ৫৮২০৪ , বিজেপি ২২৮০৫, সিপিএম ১৬৫৮৭
10:58 AM, 31 May

দশম রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী দুলাল দাস এগিয়ে রয়েছেন ৩২৫৮১ ভোটে
10:34 AM, 31 May

নবম রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী দুলাল দাস এগিয়ে রয়েছেন ২৩৬৮৭ ভোটে
10:31 AM, 31 May

নবম রাউন্ডের গণনার শেষে তৃণমূল ৪৭২৯৩, বিজেপি ১৮৯৪০,সিপিএম ১৩৯৬৪
10:19 AM, 31 May

বিজেপির ভোট প্রায় ৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে প্রায় ২৩ শতাংশে
10:19 AM, 31 May

এখনও পর্যন্ত তৃণমূলের ভোট বেড়েছে প্রায় ৯ শতাংশের বেশি
10:08 AM, 31 May

সপ্তম রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী দুলাল দাস এগিয়ে রয়েছেন ২১২৭৮ ভোটে
10:08 AM, 31 May

সপ্তম রাউন্ডের গণনার শেষে তৃণমূল ৩৫৬১৪, বিজেপি ১৪৪৩৬,সিপিএম ১২০৯৮, নোটা ৮৮২
9:48 AM, 31 May

ষষ্ঠ রাউন্ডের শেষে সিপিএম ফের দ্বিতীয় স্থানে
9:48 AM, 31 May

মহেশতলায় দ্বিতীয় স্থানের জন্য জোর লড়াই সিপিএম ও বিজেপির
9:43 AM, 31 May

ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে তৃণমূল ২০২২৩ ভোটে এগিয়ে রয়েছে
9:42 AM, 31 May

ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে তৃণমূল ৩০,৩৯২, সিপিএম ১০৭০৯, বিজেপি ১০৪৪৪, নোটা ৬৩৩
9:31 AM, 31 May

পঞ্চম রাউন্ডের শেষে তৃণমূল ২৬৭১২, বিজেপি ৮৫৪৩, সিপিএম ৮৫২৮
9:28 AM, 31 May

পঞ্চম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ১৮১৬৯ ভোটে, দ্বিতীয় বিজেপি, তৃতীয় সিপিএম
9:12 AM, 31 May

চতুর্থ রাউন্ডের গণনার শেষে তৃণমূল পেয়েছে ২২৪৮৬, বিজেপি ৬৪৭৯, সিপিএম ৫৯৭৬ ভোট
READ MORE

English summary
Maheshtala by election results 2018 live updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X