For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসুর এখানে জাল চিকিৎসক, বোধনের আগেই ঘোর বিতর্কে মহম্মদ আলি পার্ক

উদ্যোক্তারা এবার তাঁদের পুজোয় বিষয় ভাবনায় জাল চিকিৎসকদের কর্মকাণ্ড তুলে এনেছিলেন। দুর্গা মণ্ডপেই অসুর হিসেবে দেখানো হয়েছিল জাল চিকিৎসককে।

  • |
Google Oneindia Bengali News

আবাহনের আগেই বেজে গেল বিসর্জনের সুর! মহম্মদ আলি পার্কের দুর্গা পুজো ঘিরে এবার তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। দেবীর অকালবোধনে বাধ সেধেছে খোদ 'অসুর'ই। থিমের বৈচিত্র্যে সাময়িকির ছোঁয়া লাগাতে গিয়েই যত বিপত্তি। চরম বিপাকে পড়ে পুজো উদ্যোক্তারা 'অসুর'-এর মুখ ঢাকলেন কাপড়ে। পরে তা সরিয়েও দিলেন মণ্ডপ থেকে।

আবাহনের আগেই বিসর্জনের সুর মহম্মদ আলি পার্কে

কিন্তু কে এই অসুর? কেনই বা অসুরের বাধায় মা দুর্গার আরাধনা নিয়ে মহম্মদ আলি পার্কে তৈরি হল ঘোর সংশয়? আসলে উদ্যোক্তারা এবার তাঁদের পুজোয় বিষয় ভাবনায় জাল চিকিৎসকদের কর্মকাণ্ড তুলে এনেছিলেন। দুর্গা মণ্ডপেই অসুর হিসেবে দেখানো হয়েছিল জাল চিকিৎসককে। সেই খবর ছড়িয়ে পড়তেই চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সম্প্রতি রাজ্যে জাল চিকিৎসকদের জাল কারবার প্রকাশ্যে এসেছে। অনেক ভুয়ো চিকিৎসক ধরা পড়ে শ্রীঘরে কাটাচ্ছে। যাঁদের হাতে ভরসা করে জীবন ছেড়ে দেন সাধারণ মানুষ, সেই ক্ষেত্রে জালিয়াতি ভালোভাবে নেননি কেউই। সমাজে এই শ্রেণির চিকিৎসকদের অশুভ শক্তি হিসেবেই দেখাতে চেয়েছিলেন উদ্যোক্তারা। সেই আঙ্গিকে অসুররূপী জাল চিকিৎসককে মডেল হিসেবে দেখানো হয়েছিল।

আবাহনের আগেই বিসর্জনের সুর মহম্মদ আলি পার্কে

চিকিৎসক মহল মনে করছে এই ছবি সমাজে অন্য বার্তা দেবে। চিকিৎসকদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবেন মানুষ। সবাই তো আর জাল চিকিৎসক নন! ভালো চিকিৎসকও রয়েছেন রাজ্যে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের প্রতি মানবিক বার্তা দিয়েছেন। এই অবস্থায় পুজোর থিমে চিকিৎসকদের অসুর বানানো সমাজের প্রতি সুস্থ বার্তা নয়। তাই অবিলম্বে এই ভাবনার প্রদর্শনী বন্ধ করার আর্জি জানানো হয়।

কমিটির সাফ কথা, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা এক শ্রেণির ডাক্তারদের লোভকে অসুর রূপে দেখাতে চেয়েছিলাম। কিন্তু সুচিকিৎসকরা যদি এতে ক্ষুন্ন হন আমরা এই ডাক্তাররূপী অসুরকে সরিয়ে দেব। সেইমতোই এদিন মুখ ঢেকে দেওয়া হয় অসুরের। পরে সরিয়েও দেওয়া হয় মণ্ডপ থেকে।

উল্লেখ্য ডাক্তারদের এক সংগঠন আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছিল। জানিয়েছিল, শনিবারের মধ্যে চিকিৎসকের মডেল মণ্ডপ থেকে সরালে এবং প্রদর্শনী বন্ধ না করলে আদালতে যাবেন তারা। এখন অসুরের কোপে মা দুর্গার আরাধনাই তাই ঘোর সংকটে।

English summary
Mahammad Ali Park pujo committee is in big trouble due to fake doctor model.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X