For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদন ছাড়া পাচ্ছেন রবিবার, ফেসবুক লাইভে গানে গানে জানালেন তাঁর পরবর্তী কর্মসূচি

নারদ মামলায় গ্রেফতার হওয়ার পর মদন মিত্রের স্থান হয়েছিল এসএসকেএমে। বাকি তিনজন ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়েছেন। শনিবার বিকেলে হাসপাতাল থেকে ফেসবুক লাইভে মদন মিত্র জানালেন তাঁর মুক্তির তারিখ।

Google Oneindia Bengali News

নারদ মামলায় গ্রেফতার হওয়ার পর মদন মিত্রের স্থান হয়েছিল এসএসকেএমে। বাকি তিনজন ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়েছেন। শনিবার বিকেলে হাসপাতাল থেকে ফেসবুক লাইভে মদন মিত্র জানালেন তাঁর মুক্তির তারিখ। সেইসঙ্গে ছাড়া পাওয়ার পর তিনি কী করবেন, কোথায় যাবেন, তাও জানিয়ে দিলেন কথায় কথায় গানে গানে।

মদন ছাড়া পাচ্ছেন রবিবার, ফেসবুক লাইভে জানালেন গানে গানে

শনিবার দুপুরে প্রথম ফেসবুক লাইভে হাসপাতালে বসে মদন মিত্র গান শুনিয়েছিলেন মনের আনন্দে। একের পর এক গান আর হাসপাতাল থেকে ফেরার আভাস দিয়েছিলেন তিনি। বলেছিলেন, তাঁর জামিনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করার পরই সিদ্ধান্ত নেবেন, কবে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

অদ্যাবধি পরেই ফের ফেসবুক লাইভে এসে মদন মিত্র জানালেন রবিবারই তিনি ছাড়া পাচ্ছেন। আর ছাড়া পেয়েই তিনি যাবেন আলমবাজারে মন্দিরে পুজো দিতে। তারপর তিনি কামারহাটির সেফ হোমে যাবেন। সেখানে করোনা রোগীদের অভাব-অভিযোগ পূরণ করবেন। যাবেন সাগর দত্ত হাসপাতালে। এছাড়া আরও অনেক কর্মসূচি রয়েছে। তবে সবই সেবামূলক কর্মসূচি, জানিয়েছেন তিনি।

মদন মিত্র ফেসবুক লাইভে জানিযেছেন, কোনও মিটিং-মিছিল নয়, জন সমাগমও নয়। তিনি মোটর সাইকেলে করে পুরো কামারহাটি ঘুরবেন। কেউ যদি সঙ্গে যেতে চান তবে মোটর সাইকেলে যেতে পারেন। তিনি হাসপাতালে হাসপাতালে ঘুরে রোগীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তারপর তিনি বাড়িতে ফিরবেন।

এদিন প্রথম ফেসবুক লাইভেই মদন মিত্র মুক্তির গান শোনান। জামিনের খবর জানিয়ে গেয়ে ওঠেন- আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে...। তারপরই শোনান আরও এক মুক্তির গান- এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার...। এরপরই তিনি জানান ছাড়া পাওয়ার পর তাঁর পরিকল্পনার কথা। আর দুই ফেসবুক লাইভে অজস্র গান তাঁর কণ্ঠ থেকে বেরিয়েছে। বেরিয়েছে বিখ্যাত সেই 'লাভলি' গানও।

English summary
Madan Mitra will discharge from SSKM Hospital tomorrow, he says in facebook live.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X