For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় মন্ত্রিসভাতেই রয়েছে 'বিভাজন'! যা 'স্পষ্ট' করলেন মমতার এই বিশ্বস্ত সৈনিক

দুটো পরিবারকে প্রোটেকশন দিতে পারে না তো, সারা ভারতকে প্রোটেকশন দেবে কী করে? পুরুলিয়ার লাগদা গ্রামে রাজোয়ার পরিবারের সদস্যদের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে প্রশ্নের উত্তরে এমনটাই বললেন মদন মিত্র।

Google Oneindia Bengali News

দুটো পরিবারকে প্রোটেকশন দিতে পারে না তো, সারা ভারতকে প্রোটেকশন দেবে কী করে? পুরুলিয়ার লাগদা গ্রামে রাজোয়ার পরিবারের সদস্যদের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে প্রশ্নের উত্তরে এমনটাই বললেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর বাতিল হওয়ায় কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল তুললেন এই তৃণমূল নেতা।

কেন্দ্রীয় মন্ত্রিসভাতেই রয়েছে বিভাজন! যা স্পষ্ট করলেন মমতার এই বিশ্বস্ত সৈনিক

গত সপ্তাহের পুরুলিয়া সফরে লাগদা গ্রামে গিয়ে কয়েকটি বাড়িতে গিয়েছিলেন। যেসব বাড়িতে গিয়েছিলেন, সেইসব বাড়ির সদস্যদের কলকাতায় নিয়ে গিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়। ভয় ও লোভ দেখিয়ে তাদের তৃণমূলে টানা হয়েছে বলে অভিযোগ ছিল বিজেপি। এদিন সে সম্পর্কে প্রশ্ন করা হলে মদন মিত্র পাল্টা বলেন, যে কেন্দ্র দুটো পরিবারকে প্রোটেকশন দিতে পারে না তো, সারা ভারতকে প্রোটেকশন দেবে কী করে?

মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর বাতিল প্রসঙ্গে কেন্দ্রকে কড়া আক্রমণ করেন মদন মিত্র। তিনি বলেন সুষমা স্বরাজের বিশেষ অনুরোধেই চিন যেতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল এই বিদেশ সফরকে সুনিশ্চিত করা। কেননা ইউপিএ সরকারের আমলে মোদী যখন চিনে গিয়েছিলেন, তখন সেই সফরকে সুনিশ্চিত করেছিল তৎকালীন সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর বাতিল নিয়ে কার্যত নরেন্দ্র মোদীর দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি।

মদন মিত্রের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইনিজ, চিকেন চাউমিন থেকে চিনে যাচ্ছিলেন?

English summary
Madan Mitra of TMC criticises Central Govt and Narendra Modi on different issues.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X