For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ‘সৈনিকে’র বুকে আগুন জ্বলছে, বদল ছেড়ে বদলার বাণী মদন-ভাষ্যে, দেখুন ভিডিও

বদলা নয় বদল চাই। এই স্লোগান দিয়েই ক্ষমতায় এসেছে তৃণমূল। সাত বছর ক্ষমতায় আসার পর সেই তৃণমূলেরই জনপ্রিয় নেতা মদন মিত্র বললেন- ‘বদল-টদল তো অনেক হল, এবার একটু বদলার কথা ভাবছি।’

  • |
Google Oneindia Bengali News

বদলা নয় বদল চাই। এই স্লোগান দিয়েই ক্ষমতায় এসেছে তৃণমূল। সাত বছর ক্ষমতায় আসার পর সেই তৃণমূলেরই জনপ্রিয় নেতা মদন মিত্র বললেন- 'বদল-টদল তো অনেক হল, এবার একটু বদলার কথা ভাবছি।' তবে কি অবস্থান বদল করছে তৃণমূল। না, তৃণমূল অবস্থান বদল করছে না। তাহলে কেন মমতার সৈনিকের মুখে এমন কথা!

মদনের মুখে বদলার বাণী

মদনের মুখে বদলার বাণী

সম্প্রতি বিজয়া সম্মিলনীর এক অনুষ্ঠানে তৃণমূলের হেভিওয়েট নেতা বলেন, সারদাকাণ্ডে তাঁকে ২২ মাস জেল খাটতে হয়েছে। এই ২২ মাস ঘুমাতে পারেনি আমার পরিবারের সদস্যরা। তাই যারা আমাকে ২২ মাস জেলে আটকে রেখেছে, তাদের ৪৪ মাসের ঘুম কেড়ে নেব আমি।

বুকের আগুন নিভবে না

মদন মিত্র এ প্রসঙ্গেই আরও বলেন, যতদিন না ২২ মাস জেল খাটার বদলা নিতে পারছি, ততদিন আমার বুকে আগুন নিভবে না। আজও সমানে জ্বলছে আমার বুকের আগুন। অন্তরে কাঁটার মতো বিঁধছে সেইসব দিনগুলো। এখনও ঘুমাতো পারি না। দু-চোখ বুজলেই সামনে ভেসে ওঠে কঠিন সেই দিনগুলোর ভয়ঙ্কর স্মৃতি।

মানতে পারেননি কামারহাটির হার

মানতে পারেননি কামারহাটির হার

শুধু কি সারদা-কাঁটা। একইসঙ্গে তাঁর কাছে বয়ে এসেছিল আর একটা দুঃখজনক অধ্যায়। প্রিয় কামারহাটি থেকে তিনি পরাজিত হয়েছিলেন। সেই হার তিনি কিছুতেই মানতে পারেননি। যদিও তিনি তখন জেলে ছিলেন, প্রচার করতে পারেননি, কিন্তু কামারহাটির মানুষ তাঁকে প্রত্যাখান করেছেন, এই সত্য তিনি মানতে পারেননি। তিনি বলেন, কামারহাটিতে তিনি হারেননি, তাঁকে-তৃণমূলকে চক্রান্ত করে হারানো হয়েছিল।

কী করে নিভবে বুকের আগুন

কী করে নিভবে বুকের আগুন

মদন মিত্র বলেন, আর ঝগড়াঝাটি নয়। এবার কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সব ঝগড়া মিটিয়ে রাখতে হবে। নিজেদের মধ্যে ঝগড়া আবার হবে ভোট মিটলে। সামনে লোকসভা নির্বাচনে, সেই নির্বাচনে বিজেপিকে ফেরাতে হবে শূন্য হাতে। তাহলেই তাঁর বুকের আগুন নিভবে। তিনি মনে করবেন, বদলা নিতে পেরেছেন। পেরেছেন বিপক্ষের ৪৪ মাসের ঘুম কেড়ে নিতে।

[আরও পড়ুন:‘বিজেপির সব খেলা শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনিই জোটের পথপ্রদর্শক'][আরও পড়ুন:‘বিজেপির সব খেলা শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনিই জোটের পথপ্রদর্শক']

জেতা চাই-ই, বদলে...

জেতা চাই-ই, বদলে...

কামারহাটিতে বিপুল লিড নিতে হবে, সৌগতদাকে জেতাতে হবে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। জেতার জন্য যা প্রয়োজন, সব কিছু করতে হবে। ওঁরা যে পথ দেখাবে, সেই পথেই মোকাবিলা করতে হবে। কামারহাটির মানুষের কাছে আবেদন, আপনারা ভোট দিয়ে জিতিয়ে দিন, আপনাদের হাত আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেব। আমি মদন মিত্র, আমি পালিয়ে যাওয়ার লোক নই।

[আরও পড়ুন:বিতর্কিত প্রয়াণের তিন দশক পর আজও সমান প্রাসঙ্গিক ইন্দিরা গান্ধী ][আরও পড়ুন:বিতর্কিত প্রয়াণের তিন দশক পর আজও সমান প্রাসঙ্গিক ইন্দিরা গান্ধী ]

মমতা আসার আগে মদন-বাণী

মমতা আসার আগে মদন-বাণী

৫ নভেম্বর মদন মিত্রের কেন্দ্রে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের উদ্বোধন করবেন তিনি। তার আগে মদন মিত্র ভোট প্রচারের সুর বেঁধে দিলেন। এলাকা ভরিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে। কোমর বেঁধে নেমে পড়েছেন তৃণমূল কর্মীরা। নিজে উপস্থিত থেকে সমস্ত কিছু দেখভাল করছেন মদন মিত্র। সাজিয়ে তুলছেন মমতার আসার পথ।

[আরও পড়ুন: 'স্ট্যাচু অফ ইউনিটি'র উদ্বোধন! পর্যটনে বৃদ্ধির আশায় রাজ্য][আরও পড়ুন: 'স্ট্যাচু অফ ইউনিটি'র উদ্বোধন! পর্যটনে বৃদ্ধির আশায় রাজ্য]

English summary
Madan Mitra says the word of revenge against BJP in Loksabha Election. He says that before Mamata Banerjee’s tour in Kamarhati for opening of Sky-walk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X