For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বিজেপির সব খেলা শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনিই জোটের পথপ্রদর্শক’

‘বিজেপির সব খেলা শেষ হয়ে যাবে এক ও অদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার কারণ জোট রাজনীতির পথ প্রদর্শক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই চ্যাম্পিয়ন।’

  • |
Google Oneindia Bengali News

'বিজেপির সব খেলা শেষ হয়ে যাবে এক ও অদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার কারণ জোট রাজনীতির পথ প্রদর্শক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই চ্যাম্পিয়ন।' এক নিঃশ্বাসে মমতার প্রশস্তি করে গেলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। লোকসভার আগে আবার তিনি ব্যাট ধরলেন তাঁর প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে।

‘বিজেপির সব খেলা শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনিই জোটের পথপ্রদর্শক’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, বিজেপিকে কেউ যদি আটকাতে পারেন, পারবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তিনিই প্রথম থেকে সরব, লোকসভায় যে জোট গড়ে লড়তে হবে, তবেই হারানো সম্ভব হবে বিজেপিকে, সেই ধ্রব সত্য সবার প্রথম উপলব্ধি করেছিলেন তিনিই।

মদনের কথায়, সেই উপলব্ধি থেকেই সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গিয়েছিলেন মোদী-বিরোধী জোট গড়তে। দিল্লিতে গিয়ে সবার সঙ্গে দেখা করেছিলেন, কথা বলেছিলেন। হয়ে উঠেছিলেন প্রকৃত অর্থেই মোদী-বিরোধী মুখ। আর ভবিষ্যতে সেই মুখই দেশের তথা ভারতের মুখ হয়ে উঠবেন, তা স্পষ্ট হয়ে উঠছে ক্রমশই।

‘বিজেপির সব খেলা শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনিই জোটের পথপ্রদর্শক’

[আরও পড়ুন:মমতা ক্ষমতায় থাকলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে, একরাশ দৃষ্টান্ত টেনে তোপ মুকুলের][আরও পড়ুন:মমতা ক্ষমতায় থাকলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে, একরাশ দৃষ্টান্ত টেনে তোপ মুকুলের]

এদিন তিনি বলেন, নাগেরবাজার বিস্ফোরণ-কাণ্ডের নেপথ্যে বিজেপির অনেক খেলা আছে। কিন্তু বিজেপে যতই খেলুক, যতই চেষ্টা করুক, ২০১৯-এ কোনও লাভই করতে পারবে না। বিজেপি ফিনিশ হবে ২০১৯-এ। মোদীকে দিল্লির শাসন থেকে হটাতে তৃণমূল ইঞ্চিতে ইঞ্চিতে লড়বে। এদিন টিটাগড়ে তৃণমূলকর্মী খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মদন মিত্র।

English summary
Madan Mitra says Mamata Banerjee is the champion against Narendra Modi. He says Mamata is only face of alliance politics,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X