For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনধে সচল থাকবে কলকাতা! বার্তা মদনের, পথেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি সূর্যকান্তের

শ্রমিক আন্দোলনকে জোরদার করতে সাথীদের নিয়ে পথে নেমে পড়েছে বামেরা। ২০১৯ লোকসভা ভোটের আগে পালে হাওয়া তুলতে দুদিনের ধর্মঘটে যখন ফের প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার চেষ্টা করছেন সূর্যকান্তরা।

Google Oneindia Bengali News

শ্রমিক আন্দোলনকে জোরদার করতে সাথীদের নিয়ে পথে নেমে পড়েছে বামেরা। ২০১৯ লোকসভা ভোটের আগে পালে হাওয়া তুলতে দুদিনের ধর্মঘটে যখন ফের প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার চেষ্টা করছেন সূর্যকান্তরা, তখন কলকাতা শহরকে সচল রাখার বার্তা দিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তিনি সাফ জানালেন, দুদিনই বাস-ট্যাক্সি চলাচল স্বাভাবিক থাকবে কলকাতায়।

বনধে সচল থাকবে কলকাতা! বার্তা মদনের, পথেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি সূর্যকান্তের

আগামী ৮ ও ৯ জানুয়ারি দেশজুড়ে দু-দিনের বনধের ডাক দিয়েছেন বাম শ্রমিক সংগঠনগুলি। এই ধর্মঘটকে ব্যর্থ করতে যথারীতি কোমর বাঁধছে রাজ্য সরকার। কোনও অজুহাতেই দুদিন ছুটি নেওা যাবে না বলে সাফ জানিয়েছে রাজ্য। সেইসঙ্গে পরিবহণ দফতরের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়েছে। আর এবার ট্যাক্সি অ্যাসেসিয়েশনের নেতা হিসেবে মদন মিত্র শহর সচল রাখার কথা জানালেন।

[আরও পড়ুন:ভোটের আগেই স্যারেন্ডার! অ্যাডভান্স সত্যি কথাটাই বলেছেন দিলীপ, ধন্যবাদ অনুব্রতর][আরও পড়ুন:ভোটের আগেই স্যারেন্ডার! অ্যাডভান্স সত্যি কথাটাই বলেছেন দিলীপ, ধন্যবাদ অনুব্রতর]

শুক্রবারই বাস ও অটো চলাচল স্বাভাবিক রাখার বার্তা দিয়েছিলেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট-সহ অন্যান্য সংগঠনগুলি। সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যাত্রী পরিষেবা সচল রাখতে বাস-অটো রাস্তায় থাকবে। এবার ট্যাক্সিও রাস্তায় থাকবে পর্যাপ্ত, বার্তা দিলেন মদন মিত্র।

[আরও পড়ুন:১৮০ ডিগ্রি ঘুরে গেলেন দিলীপ! প্লাল্টি খেয়ে দিলেন বিতর্কিত মন্তব্যের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা][আরও পড়ুন:১৮০ ডিগ্রি ঘুরে গেলেন দিলীপ! প্লাল্টি খেয়ে দিলেন বিতর্কিত মন্তব্যের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা]

যদিও এদিন বিরাট মিছিল করে বাম শ্রমিক সংগঠনগুলি। সেই মিছিলে পা মিলিয়ে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, শ্রমজীবী মানুষের অধিকারের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তারপর রয়েছে ব্রিগেড। সেই ব্রিগেডকে লক্ষ্য রেখে জেলায় জেলায় সমাবেশ করা হবে। কোনও বাধাই তাঁদের কাছে বাধা নয়। আঘাত করতে এলে প্রত্যাঘাতের জন্যও তৈরি থাকার বার্তা দেন সূর্যকান্ত মিশ্র।

[আরও পড়ুন: পরিবারের কাছে ছেলেদের মৃত্যু ভাবনার নয়! কাজ বিজেপি-র হয়ে, দাড়িভিট নিয়ে চড়া আক্রমণ শুভেন্দুর][আরও পড়ুন: পরিবারের কাছে ছেলেদের মৃত্যু ভাবনার নয়! কাজ বিজেপি-র হয়ে, দাড়িভিট নিয়ে চড়া আক্রমণ শুভেন্দুর]

English summary
Madan Mitra says Kolkata will be running on the strike days. Suryakanta Mishra counters the protest on road,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X