For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী ২০ বছর ক্ষমতায় কে! আমেরিকার ম্যাগাজিনের ‘রিপোর্ট’ মদনের ফেসবুক লাইভে

নিজের ফেসবুক লাইভে মদন মিত্র প্রকাশ করলেন আমেরিকার ম্যাগাজিনের সমীক্ষা রিপোর্ট। পুরনো দিনের কথা টেনে দেশের রাজনীতির সন্ধিক্ষণে মদন দিলেন বিশেষ বার্তা।

Google Oneindia Bengali News

আগামী ২০ বছর ক্ষমতায় কে থাকবে, তা জানিয়ে দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। নিজের ফেসবুক লাইভে মদন মিত্র প্রকাশ করলেন আমেরিকার ম্যাগাজিনের সমীক্ষা রিপোর্ট। পুরনো দিনের কথা টেনে দেশের রাজনীতির সন্ধিক্ষণে মদন দিলেন বিশেষ বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের বার্তা দিয়ে তিনি প্রকাশ করলেন আগামী দিনে কে হবেন ভারতীয় রাজনীতির নিয়ন্ত্রক।

আগামী ২০ বছর ক্ষমতায় কে! আমেরিকার ম্যাগাজিনের ‘রিপোর্ট’ মদনের ফেসবুক লাইভে

মদন জানান, ১৯৯১ সালের কথা। সেদিন মমতার কালীঘাটের বাড়িতে উপস্থিত হয়েছিলেন আমেরিকার টাইমস ম্যাগাজিনের এক দল প্রতিনিধি। তাঁরা এসেছিলেন একটি সমীক্ষার জন্য। সেই সমীক্ষা রিপোর্টই মদন তাঁর ফেসবুক লাইভে প্রকাশ করলেন এতদিন। বললেন, এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর কাছের কয়েকজন ছাড়া কেউই জানেন না।

আমেরিকার টাইমস ম্যাগাজিনের প্রতিনিধিরা জানিয়েছিলেন, তাঁরা দুজনের জন্য ভারতে এসেছেন। এক, মমতা বন্দ্যোপাধ্যায়। দুই, মুকেশ আম্বানি। অর্থাৎ একজন রাজনীতিক, অন্যজন ব্যবসায়ী। তাঁরাসেদিন বলে গিয়েছিলেন, আগামী ২০ বছর দেশের রাজনীতিতে নিয়ন্ত্রক হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মদনের কথায়, তাঁরা খানিক ঠিক বলে গিয়েছিলেন। আবার খানিক ভুল ধারণা করেছিলেন। ওটা ২০ বছর নয়, ওটা হবে ৫০ বছর। আসলে ওই ম্যাগাজিনের প্রতিনিধিরা জানিয়েছিলেন তাঁরা ২০ বছরের জন্যই সমীক্ষা করেন।

মদনের কথায়, সেদিন পৃথিবীর এক নম্বর সংবাদ গ্রুপের মুকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছিলাম, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। গর্বে বুক ফুলে গিয়েছিল। তখন মমতা যুব কংগ্রেস সভানেত্রী। আমি যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। আজ ম্যাগাজিনের সেই কথাকেই সত্য প্রমাণিত করে দিদি রাজ্যের ক্ষমতায় এবং বর্তমানে দেশের রাজনীতিতে মূল নিয়ন্ত্রক হতে চলেছেন।

তাঁর কথায়, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন এমন একজন রাজনীতিক, যিনি মানুষের জন্য কাজ করেন, মানুষের জন্য সংগ্রাম করেন। মানুষের পাশে থাকেন। সংগ্রাম আর মমতা, আন্দোলন আর মমতা, প্রতিবাদ আর মমতা এবং সততা আর মমতা সমার্থক। দেশের কাছে, পৃথিবীর মানুষের কাছে অমর অক্ষরে লেখা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

[আরও পড়ুন:মমতার 'রিজার্ভ বেঞ্চ' এখনও তৈরি নয়! লোকসভার আগে 'ভুল' থেকে নিলেন শিক্ষা][আরও পড়ুন:মমতার 'রিজার্ভ বেঞ্চ' এখনও তৈরি নয়! লোকসভার আগে 'ভুল' থেকে নিলেন শিক্ষা]

[আরও পড়ুন:জঙ্গলমহলে ভরাডুবিতে চেতনা ফিরল মমতার! নিয়েই নিলেন 'চরম' সেই সিদ্ধান্তটাই ][আরও পড়ুন:জঙ্গলমহলে ভরাডুবিতে চেতনা ফিরল মমতার! নিয়েই নিলেন 'চরম' সেই সিদ্ধান্তটাই ]

English summary
Madan Mitra lives on Facebook and gives message about Mamata Banerjee. He informs who will be decider of Indian politics,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X