For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচনে মদন মিত্রের পরাজয়ের জন্য দায়ী সিবিআই !

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৮ সেপ্টেম্বর : ২০১৬ বিধানসভা নির্বাচনে মদন মিত্র কামারহাটি বিধানসভায় সিপিএমের মানস মুখোপাধ্যায়ের কাছে পরাজিত হন। আর সেই পরাজয়ের জন্য দায়ী সিবিআই! বৃহস্পতিবার আলিপুর আদালতে সিবিআই এর বিরুদ্ধে এমনই মন্তব্য করেন মদন মিত্রের আইনজীবী।

বৃহস্পতিবার আলিপুর আদালতে মদন মিত্রের জামিন মামলার শুনানি নিয়ে দুপক্ষের আইনজীবীদের মধ্যে তরজা তুঙ্গে উঠে। দীর্ধদিন ধরে সারদা মামলায় জেলবন্দী হয়ে রয়েছেন মদন মিত্র। প্রত্যেকবার সিবিআই এর আইনজীবীদের পক্ষ থেকে মদন মিত্রের প্রভাবশালী তত্ত্ব সামনে এনে জামিনের বিরোধীতা করা হয়। বৃহস্পতিবারও সেই ঘটনার ব্যাতিক্রম ঘটেনি। এদিন শুনানির শেষে রায়দানের কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। শুক্রবার আলিপুর আদালত এই মামলার রায় জানাতে পারে।

বৃহস্পতিবার আলিপুর আদালতে মদন মিত্রের জামিনের শুনানি

শুনানির শুরুতে মদন মিত্রের আইনজীবী আদালতের কাছে এই যুক্তি সামনে আনেন যে, মদন মিত্র এখন আর মন্ত্রী বা বিধায়ক নেই। তাহলে প্রভাবশালী তত্ত্ব আর তার ক্ষেত্রে খাটে না। এছাড়া ২০১৪ সালের ৪ জুন থেকে যে তদন্ত শুরু হয়েছে তার এখনও কোন অগ্রগতি হয়নি।তাই মদন মিত্রকে জেলে আটকে রাখার কোন মানে হয় না বলে মন্তব্য করেন তাঁর আইনজীবী।

এদিন জামিন মামলার শুনানির শুরুতেই মদন মিত্রের আইনজীবী আদালতের কাছে বলেন , সিবিআই এর জন্যই এবারের নির্বাচনে মদন মিত্র পরাজিত হয়েছেন। এই মন্তব্যের পরে সিবিআই এর আইনজীবী পাল্টা মন্তব্য করে বলেন, সারদার লক্ষ লক্ষ আমানতকারীদের অভিশাপে মদন মিত্র নির্বাচনে পরাজিত হয়েছেন।

দুপক্ষের আইনজীবীদের মধ্য আজকের মামলা নিয়ে তুমুল বাদানুবাদ হয়। মদন মিত্রের আইনজীবীর আরও বলেন, সিবিআই এর পক্ষ থেকে বার রার অভিযোগ করা হয়েছে মদল মিত্র প্রভাবশালী, তিনি জেলে না থেকে বেশিরভাগ সময় এসএসকেএম হাসপাতালেই থাকেন। এই অভিযোগও ঠিক না কেননা মদন মিত্র দীর্ঘদিন জেলেই রয়েছেন। হাসপাতালের মুখও দেখেননি। যদিও সিবিআই এর আইনজীবীরা এখনও আদালতের কাছে জানান মদন মিত্র এখনও প্রভাবশালী। তিনি জামিন পেয়ে গেলে তদন্ত ব্যাহত হতে পারে। দুপক্ষের বক্তব্য শোনার পরে আদালত তার রায় জানাবে।

English summary
Madan mitra's bail petition hearing at alipur court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X