For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেলে ধরা সন্দেহে গণপিটুনি! মৃত্যুর খবর অস্বীকার কলকাতা পুলিশের

গণপিটুনির জেরে মর্মান্তিক পরিণতি কলকাতায়। শুক্রবার রাতে ফুলবাগান থানার কাঁকুড়গাছিতে শিশুচোর সন্দেহে এক যুবককে ব্যাপক মারধর করা হয়।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার রাতে ফুলবাগান থানার কাঁকুড়গাছিতে শিশুচোর সন্দেহে এক যুবককে ব্যাপক মারধর করা হয়। ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। কোনও কোনও মহল থেকে যুবকের মৃত্যুর খবর প্রচার করা হয়েছে। যদিও কলকাতা পুলিশের তরফে মৃত্যুর খবর অস্বীকার করা হয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে।

ছেলে ধরা সন্দেহে গণপিটুনি! কলকাতায় বলি এক

শুক্রবার রাত আটটা। কাঁকুড়গাছির গোখানায় শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে ব্যাপক মারধর শুরু হয়। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। যদিও উদ্ধারে গেলে আক্রান্ত হয় পুলিশ। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনায় তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ। এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি কেন সেখানে গিয়েছিলেন, তার কোনও উত্তর দিতে পারেননি। তাই এলাকার বাসিন্দাদের মনে হয়েছে ওই ব্যক্তি শিশু চুরি কিংবা চুরির সঙ্গে যুক্ত থাকতে পারেন। তারপরেই শুরু হয়ে যায় মারধর।

তবে কেন ঘন ঘন এই আইন হাতে নেওয়ার ঘটনা, তা ভাবাচ্ছে প্রশাসনকে। সূত্রের খবর অনুযায়ী, এলাকায় কোনও সিসিটিভি ফুটেজ না থাকায় সমস্যা তৈরি হয়েছে তদন্তে। কসবা, আনন্দপুর, হাওড়ার জগতবল্লভপুর, তমলুক, রাজ্য জুড়ে একের পর এক গণ পিটুনির ঘটনা ঘটেই চলেছে। প্রশাসনের তরফে ঘটনায় লাগাম লাগানোর চেষ্টা করা হলেও তা এখনও অধরাও থেকে গিয়েছে, এই ঘটনা থেকেই তা পরিষ্কার।

English summary
Lynching death in Kolkata due to child lifting rumour in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X