For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গলবার বৈঠকে বামেরা! জিইয়ে থাকল জোট-ভাঙা পরবর্তী জল্পনা

শুক্রবার ২৫ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা। আলোচনার স্বার্থে ১৭ টি আসনে কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার ২৫ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা। আলোচনার স্বার্থে ১৭ টি আসনে কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছিল। যদিও পরে জোট ভেস্তে যায়। দিল্লি থেকে সোমবার গভীর রাতে কংগ্রেসের ১১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এরপরই মঙ্গলবার বৈঠকে বসছে বামফ্রন্ট।

মঙ্গলবার বৈঠকে বামেরা! জিইয়ে থাকল জোট-ভাঙা পরবর্তী জল্পনা

মঙ্গলবারই রাজ্যের বাকি থাকা ১৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা বামেদের তরফে। সোমবার বামফ্রন্টের বৈঠক বসেছিল। যদিও তা অসমাপ্ত থেকে যায়। কেননা, তখনও এআইসিসির তরফে কংগ্রেসের ১১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। কংগ্রেসের লড়াইয়ের স্পষ্ট বার্তা সত্ত্বেও বামেরা অপেক্ষায় ছিল। সূত্রের খবর অনুযায়ী, সোমবার রাতেও সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে রাহুল গান্ধীর একাধিকবার কথা হয়। যদিও শেষ পর্যন্ত রাত বারোটায় এআইসিসির তরফে ১১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়।

এই মুহুর্তে বামেদের কাছে কোনও পথই খোলা নেই প্রার্থী ঘোষণা ছাড়া। তবে এর মধ্যে একটা জল্পনাও রয়ে গিয়েছে। কেননা বামেদের তরফে আগে ঘোষণা করা হয়েছিল কংগ্রেস জেতা ৪ টি আসনে কোনও প্রার্থী দেবেন না তাঁরা। এখন অপেক্ষার বৃহত্তর জোটের স্বার্থে কংগ্রেসের জন্য আসনগুলি ছেড়ে রাখা হয় কিনা।

English summary
Lok sabha Elections 2019: Left may announce caldidates name for 17 constituencies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X