For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া এই বিধায়কেরা এবারে ভোটে হেরে গিয়েছেন

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

জেলে থেকে বিধানসভা ভোটে লড়ে জিততে ব্যর্থ হয়েছেন একসময়ের তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। সারদা মামলায় অভিযুক্ত হয়ে অনেকদিন হল জেলবন্দি তিনি। সেই অবস্থাতেও কামারহাটি থেকে ভোটে লড়েছিলেন তিনি।

১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল একনজরে

১৯৫২ সালের পরে রাজ্যের ভোটে এত আসনে জয়ী হল বিজেপি

তবে শেষপর্যন্ত বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন তিনি। এর আগে নকশাল নেতা সন্তোষ রানা রাজনৈতিক কারণে জেলবন্দি অবস্থায় নির্দল হিসাবে ১৯৭৭ সালে লড়ে বিধানসভা নির্বাচনে জেতেন। তবে সেই রেকর্ড ভাঙতে পারেননি মদন।

মমতা মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া এই বিধায়কেরা এবারে ভোটে হেরেছেন

পরিবর্তনের সরকার আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন মদন মিত্র। তিনি ছাড়া আরও কয়েকজন রয়েছেন যারা তৃণমূল মন্ত্রিসভায় ঠাঁই পেলেও এবারে ভোটে জিততে পারেননি।

কে কে রয়েছেন সেই তালিকায় চোখ বুলিয়ে নিন একঝলকে

মদন মিত্র, কামারহাটি

মদন মিত্র কামারহাটি থেকে জিতে রাজ্যের ক্রীড়া ও পরিবহণ দফতরের মন্ত্রী হন।

শঙ্কর চক্রবর্তী, বালুরঘাট

বালুরঘাট থেকে জিতে শঙ্করবাবু পশ্চিমবঙ্গ সরকারের অচিরাচরিত শক্তি দফতরের মন্ত্রিত্ব পান। পরে তার জায়গায় ২০১৩ সালে আসেন হায়দর আজিজ সইফি।

উপেন বিশ্বাস, বাগদা

বাগদা থেকে জিতে উপেনবাবু পিছিয়ে পড়া শ্রেণি উন্নয়ন সংক্রান্ত দফতরের মন্ত্রিত্ব পান।

সাবিত্রী মিত্র, মানিকচক

মালদহের এই দাপুটে তৃণমূল নেত্রী পরিবর্তনের সরকারে মহিলা ও শিশুকল্য়াণ দফতরের মন্ত্রী হন। পরে ২০১৪ সালে তাঁর জায়গায় আসেন শশী পাঁজা।

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, ইংরেজবাজার

ইংরেজবাজারে এবছর দাঁড়িয়ে হেরে গিয়েছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তিনি তৃণমূল মন্ত্রিসভায় প্রথমে পর্যটন ও পরে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের দায়িত্ব সামলান।

মনীশ গুপ্ত, যাদবপুর

এবছর যাদবপুর থেকে দাঁড়িয়ে সিপিএমের সুজন চক্রবর্তীর কাছে হেরে গিয়েছেন মনীশ গুপ্ত। তিনি মমতা সরকারের উন্নয়ন ও পরিকল্পনা দফতরের মন্ত্রী ছিলেন।

চন্দ্রিমা ভট্টাচার্য, উত্তর দমদম

উত্তর দমদমে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের কাছে এবছর হেরে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি তৃণমূল সরকারের আমলে আইন ও স্বাস্থ্য দফতরের দায়িত্ব সামলান।

আবদুল করিম চৌধুরী, ইসলামপুর

তৃণমূলের টিকিটে ২০১১ সালে দাঁড়িয়ে আবদুল করিম চৌধুরী জেতার পরে লাইব্রেরি দফতরের মন্ত্রী হন।

English summary
List of Ministers of Mamata Banerjee cabinet who has lost this year Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X