For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী দলগুলির সঙ্গে বোঝাপড়া করে চলবে সিপিএম! পঞ্চায়েতের আগে কীসের ইঙ্গিত বিমানের

অধিকাংশ ক্ষেত্রেই শাসকদলের হাতে বিরোধীদের আক্রান্তর হওয়ার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলির উদ্দেশ্যে বোঝাপড়া করে চলার পরামর্শ দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যেতেই মনোনয়ন জমা নিয়ে জেলায় জেলায় অশান্তি ছড়িয়ে পড়েছে। অধিকাংশ ক্ষেত্রেই শাসকদলের হাতে বিরোধীদের আক্রান্তর হওয়ার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলির উদ্দেশ্যে বোঝাপড়া করে চলার পরামর্শ দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

বিরোধী দলগুলির সঙ্গে বোঝাপড়া করে চলবে সিপিএম! পঞ্চায়েতের আগে কীসের ইঙ্গিত বিমানের

তিনি বলেন, 'বিজেপি কর্মীরা মার খেয়েছে বলে ধন্য ধন্য করার মতো কিছু নেই। বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে। এই আক্রমণের নিন্দা অবশ্যই করব।' জেলায় জেলায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার এই যে প্রবণতা চলছে, তা প্রতিরোধে বোঝাপড়ার বার্তাও দেন তিনি। আর তাঁর এই বোঝাপড়ার বার্তায় অন্য ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিমান বসু বলেন, 'প্রথম দিনে বামেরা মার খেয়েছিল। আর দ্বিতীয় দিনে বিজেপি মার খেল। প্রতি ক্ষেত্রেই শাসক দল মারগাঙ্গা বাধাচ্ছে। তাই এখন লড়াইটা হয়ে গিয়েছে গণতন্ত্র বাঁচানোর। এই লড়াইয়ে শাসক-বিরোধিতায় সবাইকে এক হতে হবে। শাসক দল বলছে বিরোধীশূন্য পঞ্চায়েত চায়। রাজ্য নির্বাচন কমিশন আবার শাসকদলের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে মনোনয়ন প্রত্যাহারের জন্য পর্যাপ্ত সময়ে রেখেছে।'

বিরোধী দলগুলির সঙ্গে বোঝাপড়া করে চলবে সিপিএম! পঞ্চায়েতের আগে কীসের ইঙ্গিত বিমানের

তাঁর কথায়, 'গণতন্ত্রের নতুন পাঠ দিতে চাইছে রাজ্যের সরকার।' এদিন তাই বিরোধীদের বোঝাপড়ার বার্তা দেন তিনি। পরক্ষণেই অবশ্য তিনি বলেন, 'তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বাকি রাজনৈতিক দলগুলিকে একজোট হতে হবে। বাম-শরিক ছাড়াও অন্য দল যদি বোঝাপড়ায় আসতে চায়, তবে তা করতে কুণ্ঠা করবেন না তাঁরা।' এদিন স্পষ্টই জানিয়ে দেন বিমান বসু। তিনি বলেন, 'তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য অন্য যে কোনও দলকে বামফ্রন্ট সমর্থন করতে প্রস্তুত।'

English summary
LF chairman Biman Basu gives message to opponent on Panchayat Election. He says that LF will negotiate with the opposition parties,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X