For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেরে তাড়াব! এনআরসি নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি সিপিএম-এর

দেরিতে হলেও, এনআরসি নিয়ে সুর চড়াল সিপিএম। বিজেপি কর্মীরা এনআরসি নিয়ে তালিকা তৈরি করতে গেলে পাড়ায় ঢুকতে দেওয়া হবে না। মেরা তাড়ানো হবে। এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী।

  • |
Google Oneindia Bengali News

দেরিতে হলেও, এনআরসি নিয়ে সুর চড়াল সিপিএম। বিজেপি কর্মীরা এনআরসি নিয়ে তালিকা তৈরি করতে গেলে পাড়ায় ঢুকতে দেওয়া হবে না। মেরা তাড়ানো হবে। এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। প্রসঙ্গত এদিন রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলে।

মেরে তাড়াব! এনআরসি নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি সিপিএম-এর

একদিকে রাজ্যসভা যেমন উত্তাল হয়ে উঠেছিল নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে, ঠিক তেমনি তপ্ত ছিলেন রাজনীতিকরাও। নাগরিকত্ব সংশোধনী বিলে নিয়ে ক্ষোভ উগরে দিয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, ধর্মীয় উন্মাদনার ভিত্তিতে দেশভাগের চেষ্টা হচ্ছে। বিষয়টিতে নিও ফ্যাসিস্ট তত্ত্ব বলে উল্লেখ করেন তিনি। দেশভাগ নিয়ে জিন্না এবং সাভারকরের নামও নেন তিনি। সেলিম বলেন, দেশের মধ্যে দেশ আর ঘরের মধ্যে ঘর তৈরির চেষ্টা চলছে। ভোটের স্বার্থেই এই চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

অপর সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী হুঁশিয়ারি দেন, বিজেপি কর্মীরা এনআরসির তালিকা তৈরি করতে গেলে, পাড়ায় ঢুকতে দেওয়া হবে না। মেরে তাড়ানো হবে।

এদিন রাজ্যসভায় অমিত শাহ দাবি করেন, প্রতিবেশী দেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিজেদেরকে বাঁচাতে এই দেশে এসেছেন। তাঁদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে না, প্রশ্ন তোলেন তিনি। সেই জন্যই এই আইন জরুরি, মন্তব্য করেছেন অমিত শাহ।

English summary
Leftists protests against Citizenship Amendment Bill and NRC by attacks BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X