For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশের পাল্টা! সূর্য নয়, কৌশলে শেষ হাসি বিমানের

৭৫ পেরিয়েও ধর্মঘটে কৌশলে জিতে গেলেন পক্ক কেশের বিমান বসু। লম্বা জ্যাঠা মিছিলের পর ধর্মঘটেও সিপিএম রাজ্য সম্পাদককে গোল দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান।

  • |
Google Oneindia Bengali News

৭৫ পেরিয়েও ধর্মঘটে কৌশলে জিতে গেলেন পক্ক কেশের বিমান বসু। লম্বা জ্যাঠা মিছিলের পর ধর্মঘটেও সিপিএম রাজ্য সম্পাদককে গোল দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান। কৌশলে যখন ধর্মঘটের প্রথমদিনে সূর্য মিশ্র মিছিল বাতিল করে বিকেলের সাংবাদিক বৈঠকে আটকে, সেদিনই বিমান বসু হাঁটলেন আগে থেকে ঘোষিত হেঁদুয়ার মিছিলে।

পুলিশের পাল্টা! সূর্য নয়, কৌশলে শেষ হাসি বিমানের

ধর্মঘটের প্রথমদিন পুলিশি কৌশলে প্যাঁচে পড়েছিলেন বাম নেতৃত্ব। মঙ্গলবার সকাল সকাল সিটু রাজ্য সাধারণ সম্পাদক এবং বাম পরিষদীয় দলনেতার গ্রেফতার হন। সূত্রের খবর, সিপিএম রাজ্য দফতরে জরুরি বৈঠক বসে। পুলিশি কৌশলের পাল্টা কৌশল হিসেবে ঘোষিত কর্মসূচিতে নেতৃত্বের কর্মসূচি বদল হয়। সূর্যকান্ত মিশ্র যাননি রাজাবাজার।
হাজরায় অনুপস্থিত থাকেন রবীন দেব।
ব্যাতিক্রম ৭৯-এর বিমান বসু। সকালে শ্যামবাজারের কর্মসূচিতে না গেলেও ফ্রন্টের অন্য নেতাদের নিয়ে হেঁদুয়া থেকে হাঁটেন তিনি।

অন্যদিকে সিপিএম রাজ্য সম্পাদক দুদিনই থাকলেন সাংবাদিক বৈঠকে আটকে। পরে সিপিএম কর্মী সমর্থকদের চাপে ধর্মঘটের দ্বিতীয়দিনের গড়িয়াহাটে যান একদা বিরোধী
দলনেতা। এরই মধ্যে বর্তমানে বাম পরিষদীয় দলনেতা দ্বিতীয় দিনে গ্রেফতার হয়েও নিঃশর্ত মুক্তি পেয়ে গিয়েছেন।
বামেদের অন্দরেই উঠছে প্রশ্ন, কেন কর্মীদের রাস্তায় থাকার কথা বলে রাজ্য সম্পাদক আটকে গেলেন রাজ্য দফতরে।

English summary
Left Front leader Biman Bose was active on road in two day Strike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X