For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাম-কংগ্রেস জোট ভেস্তে গেল টাকার খেলায়, বিমানের অভিযোগ খণ্ডন সোমেনের

লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস আসন সমঝোতা ভেস্তে গিয়েছে। এই আসন সমঝোতা ভেস্তে যাওয়ার পিছনে প্রচুর টাকা উড়েছে বলে গুরুতর অভিযোগ আনলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস আসন সমঝোতা ভেস্তে গিয়েছে। এই আসন সমঝোতা ভেস্তে যাওয়ার পিছনে প্রচুর টাকা উড়েছে বলে গুরুতর অভিযোগ আনলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সমঝোতা ভেস্তে যাওয়ার পিছনে তাঁর প্রচ্ছন্ন অভিযোগ যে কংগ্রেসের দিকে, তা বলার অপেক্ষা রাখে না। তবে বিমান বসুর অভিযোগের পরই পাল্টা জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

‘মানি’তেই ভেস্তে গেল জোট! বিমানের খোঁচার পাল্টা সোমেনেরও

ইতিমধ্যে দুটি আসন ছেড়ে রেখে রাজ্যে ৪০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। কংগ্রেসও রাজ্যের ৪২টি কেন্দ্রেই লড়াই করবে সাফ জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে ১১জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেসের হাইকম্যান্ড। এই প্রেক্ষিতেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শনিবার দাবি করলেন বাম-কংগ্রেস সমঝোতা ভেস্তে দিতে অনেক অনেক টাকার খেলা হয়েছে।

তিনি বলেন, অনেকে মানিব্যাগ নিয়ে ঘুরছে। মানি হল হানি। সেই হানির গন্ধ পেয়েই ভেস্তে গেল সমঝোতা। মানি ব্যাহ ভর্তি করে দিলে, কীসের আর আলোচনা, কীসের বোঝাপড়া। আমরা ভেবেছিলাম বিজেপি ও তৃণমূল বিরোধী ভোটের সমাহার হবে। তা আর হল না। রাজনীতিতে মানি ইজ হানি বলে অসম্ভব কিছুই নয়।

বিমানবাবুর এই অভিযোগ প্রসঙ্গে সোমেনবাবুর কটাক্ষ, খেলা যখন হয়েছে, ফলাফলটাও ওঁরাও বের করুক। কারা টাকা দিয়েছে, তাদের কাদের পকেটে ঢুকেছে, ওরাই বলুক। কেন জোট ভাঙল, তা ওরাই বলতে পারবে। ওরা আমাদের প্রার্থী ঠিক করে দেবে, তা করে তো সমঝোতা হতে পারে না। আমরাও তো একটা রাজনৈতিক দল। বাংলার মানুষই ঠিক করবেন আমরা ঠিক করেছি, না ভুল করেছি।

উল্লেখ্য, বাম-কংগ্রেস সমঝোতায় সমস্যা শুরু রায়গঞ্জ ও মুর্শিদাবাদ নিয়ে। তা মিটলেও বামফ্রন্টের নিজেদের মর্জিমতো আসনগুলিতে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় কংগ্রেস বেঁকে বসে। কংগ্রেসের এক নেতাকে প্রার্থী ঘোষণা করে টিকিটটা দিয়ে দিতে বলেন কংগ্রেসকে। তাতেই অপমানিক কংগ্রেস এককভাবে লড়ার সিদ্ধান্ত নেয়। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস পাঁচটি আসনে প্রার্থী না দেওয়ার কথা ঘোষণা করে। আর বামফ্রন্ট দুটি আসনে।

English summary
Left front Chairman Biman Basu alleges alliance is broken due to money. Somen Mitra counters of Biman Basu’s allegation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X