For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশি নির্যাতনের অভিযোগ! রাজ্যপালের কাছে বাম ছাত্র-যুবরা

নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের অভিযোগ করে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করল বাম ছাত্র-যুবদের এক প্রতিনিধি দল।

  • |
Google Oneindia Bengali News

নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের অভিযোগ করে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করল বাম ছাত্র-যুবদের এক প্রতিনিধি দল। রাজ্যপালের কাছে বাম ছাত্র-যুবদের অভিযোগ শান্তিপূর্ণ মিছিলের ওপর বেধড়ক লাঠি চালিয়েছে পুলিশ। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন সিপিএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র। প্রতিনিধি দলে ছিলেন ১২ জন সদস্য।

রাজ্যপালের সঙ্গে বৈঠক

রাজ্যপালের সঙ্গে বৈঠক

রাজ্যভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বাম ছাত্রযুবদের প্রতিনিধিদল। রাজ্যপালকে সেদিনের ঘটনার ছবি-সহ বিস্তারিত বিররণ দেন।

ছাত্রযুবদের অভিযোগ

ছাত্রযুবদের অভিযোগ

বৈঠকের পর প্রতিনিধিদলের নেতা সায়নদীপ মিত্র বলেন, তাদের নবান্ন অভিযান কর্মসূচিতে তাণ্ডব চালিয়েছে পুলিশ। অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে শাস্তির দাবিও তোলা হয়েছে প্রতিনিধিদলের তরফে। প্রতিনিধিদলটির আরও অভিযোগ মহিলা পুলিশ ছাড়াই ছাত্রী-যুবতীদের ওপর আক্রমণ চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরেরও অভিযোগ রাজ্যপালের কাছে জানানো হয়। প্রতিনিধিদলটির দাবি, রাজ্যপাল তাদের কথা শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 সিঙুর থেকে নবান্ন অভিযান

সিঙুর থেকে নবান্ন অভিযান

প্রসঙ্গত বাম ছাত্র যুবদের সিঙুর থেকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার মল্লিক ফটক। পুলিশের লাঠির ঘায়ে ৬২ জন আহত হন। গ্রেফতার করা হয় ২৩ জনকে। অন্যদিকে বেশ কয়েকজন পুলিশও জখন হন।

<strong>[ কাশ্মীর ভারতের অংশ, পিওকে পাকিস্তানকে ছেড়ে দিতে বললেন ব্রিটিশ সাংসদ]</strong>[ কাশ্মীর ভারতের অংশ, পিওকে পাকিস্তানকে ছেড়ে দিতে বললেন ব্রিটিশ সাংসদ]

[ উনি আশ্বাস দিয়েই মানুষকে চালিয়ে যাচ্ছেন! বেতন কমিশন নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের][ উনি আশ্বাস দিয়েই মানুষকে চালিয়ে যাচ্ছেন! বেতন কমিশন নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের]

English summary
Left delegation including student and youth members meet Governor Jagdeep Dhankar. Delegation allegedpolice atricities on their Nabanna abhijan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X