For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোট সরকার এলে সমস্ত কেলেঙ্কারির তদন্ত করবে, হাওড়ায় হুঙ্কার রাহুল গান্ধীর

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৩ এপ্রিল : রাজ্যে এসে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে একেরপর এক নির্বাচনী সভা করে রাজ্যের তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেরপর এক আক্রমণ শানালেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

এদিন হাওড়ায় দুটি জনসভা করেন তিনি। এছাড়া বসিরহাটে জনসভা করে মমতা-মোদী পরোক্ষে জোট করেছেন বলে কটাক্ষ করেছেন। কেন্দ্র ও রাজ্যের যৌথ কর্মকাণ্ডে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছেন বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি।

জোট সরকার এলে সমস্ত কেলেঙ্কারির তদন্ত করবে : রাহুল গান্ধী

এদিন রাহুলের জনসভায় বাম-কংগ্রেস দুই দলের সমথর্ক থেকে শুরু করে নেতারাই হাজির ছিলেন। কেন বামেদের সঙ্গে জোট করেছেন সেটাও ব্যাখ্যা করেন তিনি। জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সিন্ডিকেট সরকারকে হারাতেই কংগ্রেস জোট করেছে।

এরপরই একেবারে সরাসরি চিটফান্ড থেকে শুরু করে সিন্ডিকেট দুর্নীতি, সবেতেই তৃণমূল সরকারকে কড়া আক্রমণ করেন কংগ্রেস সহ সভাপতি। একেরপর এক উঠে আসে উড়ালপুল ভেঙে পড়া থেকে শুরু করে নারদা ঘুষ কাণ্ডের কথা।

রাহুল গান্ধী জানান, এই সব টাকা জনগণের টাকা। সেই টাকা নিয়ে পকেট ভরেছেন তৃণমূলের নেতারা। ভিডিওতে সব ধরা পড়েছে। আরও একধাপ এগিয়ে রাহুল গান্ধাী জানান, এই ভোটে বাম-কংগ্রেস সরকার ক্ষমতায় এসে সরকার গঠন করলে সমস্ত দুর্নীতি, ঘুষ, চিটফান্ড কাণ্ডের তদন্ত করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেননি। শিক্ষা, কর্মসংস্থান সবেতেই লক্ষ্য পূরণ করতে পারেননি মমতার সরকার। উল্টে চিটফান্ড ও ঘুষকাণ্ড ঘটিয়ে জনগণের পকেট থেকে টাকা নিয়ে নিয়েছে। ফলে এই সরকারের যাওয়ার সময় এসে গিয়েছে বলে হুঙ্কার ছাড়েন রাহুল গান্ধী। এখন দেখার তা কতোটা ভোটবাক্সে প্রতিফলিত হয়।

English summary
Left-Congress government will investigate all scams in West Bengal : Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X