নবান্নেই খুলতে হবে কাটমানি ফেরতের কাউন্টার! বিধানসভায় শোরগোল বাম-কংগ্রেসের
কাটমানি ফেরতের দাবিতে এবার উত্তাল হল রাজ্য বিধানসভা। এদিন প্রথমে ওয়েলে নেমে বিক্ষোভ এবং বাম ও কংগ্রেস বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। পরে বিধানসভার বাইরেও চলে বিক্ষোভ। সিএম-এর অর্থ কাটমানি বলেও কটাক্ষ করেন বিক্ষোভরত বিধায়করা।

সোমবার অধিবেশনের শুরুতেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ও কংগ্রেস বিধায়করা। প্ল্যাকার্ড নিয়ে অধ্যক্ষের সামনে চলে যান তাঁরা। বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করেন তাঁরা। স্লোগানে বিধায়করা দাবি করেন নবান্নে কাটমানি ফেরতের কাউন্টার খুলতে হবে। এরপর তাঁরা স্লোগান দিতে দিতে বিধানসভা থেকে ওয়াকআউট করেন। বিধানসভার বাইরে গিয়েও তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন।
গত মঙ্গলবার নজরুল মঞ্চে কাউন্সিলরদের বৈঠকে কাটমানি নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা কাটমানি নিয়েছেন, তাঁদের তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকেই জেলায় জেলায় কাটমানি নিয়ে বিক্ষোভ শুরু হয়ে যায় বিশেষ করে পঞ্চায়েত প্রধানের দায়িত্বে থাকা তৃণমূল নেতার বাড়ির সামনে। অনেক জায়গায় সালিশি সভাও বসে। টাকা ফেরতের মুচলেকা দিয়ে ছাড়া পান তৃণমূল নেতারা।