For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'উনিই মানুষের পক্ষে, বাকিরা মানুষের বিপক্ষে', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নামে নালিশ অরুণাভ ঘোষের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংঘাত ক্রমশ বাড়ছে। এই অবস্থায় নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলের আবেদন। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি অ

  • |
Google Oneindia Bengali News

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংঘাত ক্রমশ বাড়ছে। এই অবস্থায় নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলের আবেদন। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি অরুণাভ ঘোষের।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নামে নালিশ অরুণাভ ঘোষের

শুধু তাই নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে সংবাদমাধ্যমের প্রবেশ নিয়ন্ত্রণ করারও আবেদনও জানানো হয়েছে। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই অভিযোগের ভিত্তিতে বিষয়টি দেখার আশ্বাস প্রধান বিচারপতির। আজ সোমবার হঠাত করেই হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হন অরুণাভ ঘোষ।

প্রায় শতাধিকের কাছাকাছি আইনজীবী নিয়ে কার্যত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানান বার অ্যাসোসিয়েশনের সভাপতি। তাঁর দাবি, কোর্ট রুমের প্রসিডিং ভিডিওগ্রাফি করছে সংবাদমাধ্যম। এমনকি বিচার্য মামলার তালিকা মেনে বিচারের কাজ হচ্ছে না বলেও প্রধান বিচারপতি কাছে নালিশ অরুনাভ ঘোষ সহ হাইকোর্টের একাংশ আইনজীবীর।

অন্যদিকে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই ঘটনা প্রসঙ্গে জানান, "আদালতের গরিমা রক্ষার দায় আইনজীবী এবং বিচারপতি, উভয়েরই। আপনি বললেন দেখবো বিষয়টি।" বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম না করে নজিরবিহীন আক্রমণ আইনজীবীদের একাংশের। বারের প্রেসিডেন্ট অরুনাভ ঘোষ বলেন, সব মামলাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে না। কয়েকটি মামলায় রায় দিয়ে একজন বিচারপতি দেখাচ্ছেন একমাত্র উনিই মানুষের পক্ষে। বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে। কোর্টের মধ্যে ভিডিওগ্রাফি হচ্ছে বলেও অভিযোগ আইনজীবীর।

শুধু তাই নয়, মিডিয়াকে নিয়ন্ত্রণ করা উচিৎ বলেও দাবি অরুণাভ ঘোষের। একি সঙ্গে বিচারপতির বিচার্য বিষয় বদলানোর আর্জিও জানানো হয়েছে। কার্যত নালিশ শুনে বিষয়টি ভেবে দেখার আশ্বাস প্রধান বিচারপতির। পাশাপাশি আইনজীবীদের ধরজ্য রাখার আবেদনও রেখেছেন প্রধান বিচারপতি।

অন্যদিকে আমার বিরুদ্ধে কিছু আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে। আমি অবাক হয়েছি। চিঠিতে লেখা হয়েছে আমি একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। আবেগঘন মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

একটি মামলা চলাকালীন এমন মন্তব্য বিচারপতি'র। তিনি বলছেন, চিঠিতে কেউ লিখলো না আমার জন্য কতগুলো মানুষ জেলে রয়েছে। কতজন গ্রেফতার হয়েছে। আমার বেঞ্চে কাউকে এক টাকা দিতে হয়না মামলা তোলার জন্য। এগুলো বন্ধ করে দিয়েছি। এমনকি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক কে এজলাসে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর মন্তব্য, আমাকে নিয়ে পড়েছো কারণ আমি কোরাপশন সামনে এনেছি'।

English summary
Lawyer Arunavo Ghosh complains against Justice Abhijit Ganguly to chief justice of calcutta high court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X