গভীর রাতে দমদমের গোরাবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ২
গভীর রাতে দমদমের গোরাবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কমপক্ষে ১৫০ টি দোকান ভস্মীভূত। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলের ২০ টি ইঞ্জিন। দমবন্ধ হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ফের আগুন দমদমের গোরাবাজারে। গভীর রাতে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশ, দমকলে। ফোনে ফোনে খবর ছড়িয়ে পড়ে দোকানদারদের কাছে। খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ছুটে আসেন তাঁরা। কিন্তু কিছুই করার নেই। আগুনের প্রকোপ বাড়তে থাকায় একেএকে ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। বছর ৪-৫ আগে গোরাবাজারেই আগুন লেগেছিল। সেই আগুন দিনের বেলা লাগায় অনেকেই রক্ষা পেয়ে যান। কেন বারবার আগুন লাগছে গোরাবাজারে সেই প্রশ্ন তুলছেন দোকানদাররা।

বাজার থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও। ব্যাঙ্কের একটি অংশে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে দমকল।
শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, প্রাথমিকভাবে এমনই অনুমান।
এদিকে পুজোর দিনের আগের রাতে বাজারে আগুন লাগায় মাথায় হাত ব্যবসায়ীদের। দমকল দেরিতে এসেছে এমনটাই অভিযোগ স্থানীয়দের। দমকল দ্রুত এলে অনেক দোকান রক্ষা করা যেত, বলছেন দোকনদাররা। দমকলের পাল্টা অভিযোগ, বাজারে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। একইসঙ্গে দমকলের অভিযোগ, বাজারে প্রচুর দাহ্য বস্তু মজুত ছিল। একইসঙ্গে দমকলের অভিযোগ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটেছে।