For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে রেকর্ড সংক্রমণ রাজ্যে, মৃত্যু ১১ জনের

২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে রেকর্ড সংক্রমণ রাজ্যে, মৃত্যু ১১ জনের

Google Oneindia Bengali News

প্রতিদিনই রাজ্যে করোনা সংক্রমণ নিজের রেকর্ড ভাঙছে। শুক্রবার করোনা সংক্রমণ এক ধাক্কায় ৪০০ অতিক্রম করেছে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০০-র ঘরে ছিল। নতুন করে ৪২৭ জন সংক্রামিত হওয়ায় রাজ্যে মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩০৩ জন।

 করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ

রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রামিত হয়েছেন ৪২৭ জন। মোট সংক্রমণের সংখ্যা হয়েছে ৭৩০৩ জন। অনলক ওয়ান শুরু হওয়ার পর থেকেই রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে চলেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে উদ্বেগ বাড়ছে জেলা গুলিকে নিয়ে।

জেলায় বাড়ছে সংক্রমণ

জেলায় বাড়ছে সংক্রমণ

পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করায় জেলায় জেলায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে। পুরুলিয়া ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৪৩ জন। সংক্রমণ বাড়ছে বীরভূম, মালদহ এবং মুর্শিদাবাদেও। উল্লেখযোগ্য হারে সংক্রমণ বাড়ছে পূর্ব বর্ধমানে।

 ভিড় দোকানে বাজারে

ভিড় দোকানে বাজারে

করোনা সংক্রমণের ভয় উপেক্ষা করেই শহর থেকে গ্রামে দোকানে বাজারে ভিড় করছেন সাধারণ মানুষ। ৮ তারিখ থেকে খুলছে শপিং মল, রেস্তরাঁ, হোটেল। তার পর রাজ্যের পরিস্থিতি কী হবে এই নিয়ে আরও আশঙ্কা বাড়ছে। এদিকে আজও রাস্তায় পর্যাপ্ত বেসরকারি বােসর দেখা মেলেনি। ফলে শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব বিধি।

 বাড়ছে মৃত্যু

বাড়ছে মৃত্যু

করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১১ জন। এই মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৮। সুস্থ হয়ে ২৪ ঘণ্টায় বাড়ি ফিরেছেন ১৪৪ জন। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯১২ জন। পরীক্ষার হার বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

English summary
Last 24 hours coronavirus infected in Bengal cross 400, died 11
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X