For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হলদিয়ার থেকেও বড় পেট্রোকেমিক্যালস তাজপুরে! রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা সৌদির

মঙ্গলবার ইনফোসিস রাজ্যে ১০০ কোটি বিনিয়োগ করবে বলে আশ্বাস দিয়েছে। একদিন পরেই সৌদি সংস্থার তরফ থেকে মিলল তাজপুরে বিনিয়োগের আশ্বাস।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে শিল্প-খরা কাটতে চলেছে। ইনফোসিসের পর রাজ্যে বিনিয়োগের জন্য হাত বাড়িয়ে দিয়েছে সৌদি আরবের সংস্থা 'আরামেকা'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌদির এক নম্বর পেট্রোপণ্য উৎপাদনকারী সংস্থার প্রতিনিধিদের বৈঠক শিল্প সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে রাজ্যে। দীর্ঘ বৈঠকে সৌদির সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, তাঁরা রাজ্যে পেট্রোলিয়ামজাত পণ্যের উপর লগ্নি করতে চান।

হলদিয়ার থেকেও বড় পেট্রোকেমিক্যালস হবে তাজপুরে

মঙ্গলবার ইনফোসিস রাজ্যে ১০০ কোটি বিনিয়োগ করবে বলে আশ্বাস দিয়েছে। এসইজেড ছাড়াই ইনফোসিসের রাজ্যে আসায় উৎফুল্ল মমতার প্রশাসন। ইতিমধ্যেই রাজারহাটে ৫০ একর জায়গা ইনফোসিসকে দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার সৌদি-সংস্থার প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাজপুর পেট্রোকেমিক্যালস করলে জমি-সহ সমস্ত রকম সহায়তা দেবে সরকার। বৈঠক করে খুশি সৌদির সংস্থাও। তাঁরা সৌদির মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

সৌদির 'আরামেকা' এখন বিশ্বের সবথেকে বড় তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি। সৌদির এই সরকারি সংস্থা এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও যোগ দেবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সংস্থার তরফে জানানো হয়েছে, চিনের থেকেও এ দেশে বিনিয়োগে তাঁরা আগ্রহী। সেক্ষেত্রে বাংলাই হবে তাঁদের গন্তব্য।

হলদিয়ার থেকেও বড় পেট্রোকেমিক্যালস হবে তাজপুরে

এদিন সংস্থার পক্ষ থেকে ইচ্ছাপ্রকাশ করা হয় পশ্চিমবঙ্গে তাঁরা নানা ক্ষেত্রে লগ্নির বিষয়ে আগ্রহী। তখন মুখ্যসচিব মলয় দে সৌদি প্রতিনিধিদের জানান, আগামী বছর চারেকের মধ্যে তাজপুরে বন্দর চালু হয়ে যাবে। তাজপুরকে ঘিরে নানা ধরনের প্রকল্প গড়ে ওঠার সুযোগও তৈরি হবে।
তিনি

জানান, এদিন আলোচনা হয়েছে বড় আকারের তেল সংশোধনাগার বা পেট্রোকেমিক্যালস-এর মতো প্রকল্প নিয়ে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হলদিয়ার থেকেও বড় প্রকল্প তৈরি হবে। এদিন বৈঠকে যা আলোচনা হয়েছে সৌদি প্রতিনিধিরা তা জানাবেন ও দেশের সরকারকে। সবুজ সংকেত মিললে তাজপুরে হবে হলদিয়ার থেকেও বড় পেট্রোকেমিক্যালস।

English summary
Larger petrochemicals than Haldia will be in Tajpur. Saudi Arab assures that with Chief Minister meeting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X