For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালবাজার অভিযান LIVE: বিজেপির লালবাজার অভিযান শেষ বলে জানালেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

কলকাতা পুলিশের তুমুল নিরাপত্তা বলয়কে চ্যালেঞ্জ করে সন্দেশখালিতে রাজনৈতিক হিংসা সহ রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে লালবাজার অভিযান শুরু করেছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুলিশের তুমুল নিরাপত্তা বলয়কে চ্যালেঞ্জ করে সন্দেশখালিতে রাজনৈতিক হিংসা সহ রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে লালবাজার অভিযান শুরু করেছে বিজেপি। মিছিল আটকাতে সাড়ে তিন হাজার পুলিশ কর্মী, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, গার্ডরেল এবং অন্যান্য বন্দোবস্ত পর্যাপ্ত রেখেছে কলকাতা পুলিশ। তা সত্ত্বেও সেই চক্রব্যুহ কিছুটা হলেও ভাঙতে সক্ষম হল বিজেপি। একে কী নৈতিক জয় বলা চলে?

লালবাজার অভিযান LIVE: সেন্ট্রাল অ্যাভেনিউতে অবস্থানে বিজেপি নেতারা

Newest First Oldest First
2:46 PM, 12 Jun

বিজেপির লালবাজার অভিযান পুরোপুরি সফল বলে দাবি করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উদ্দেশ্য সফল হওয়ায় তাঁদের এই অভিযান শেষ বলেও জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
2:43 PM, 12 Jun

পুলিশকে দলদাসে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের উপর এই আক্রমণ নিন্দাজনক, বললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও রাহুল সিনহা।
2:40 PM, 12 Jun

লালবাজার অভিযান একশো শতাংশ সফল, দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
2:39 PM, 12 Jun

অবস্থান ভেঙে বেরিয়ে গেলেন কৈলাশ বিজয়বর্গীয় এবং বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপির লালবাজার অভিযান কার্যত শেষ। রাস্তা পরিষ্কারে নেমেছে পুলিশ। বডি কনটাক্ট না করেই বিজেপি কর্মীদের পিছু হঠাতে সক্ষম হওয়াকে তাদের জয় হিসেবেই দেখছে কলকাতা পুলিশ।
2:28 PM, 12 Jun

বিজেপির লালবাজার অভিযান ঘিরে মধ্য কলকাতায় স্তব্ধ জনজীবন। অতি ধীরে চলছে গাড়ি, বাস।
2:23 PM, 12 Jun

ব্যস্ততম সেন্ট্রাল অ্যাভেনিউ থেকে বিজেপি নেতাদের সরাতে এগিয়ে আসছে পুলিশের বিশাল বাহিনী। চাঁদনি চকের দিকে রাস্তায় পুলিশের ব্যারিকেড।
2:20 PM, 12 Jun

পুলিশের মরিয়া আক্রমণকে নিজেদের নৈতিক জয় দেখছেন বিজেপি নেতারা।
2:16 PM, 12 Jun

সেন্ট্রাল অ্যাভেনিউতেই মাইক ধরে কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা বিজেপি নেতাদের। 'মমতা দিদি ধিক্কার হ্যায়' কৈলাশ বিজয়বর্গীয় স্লোগান তুলতেই বাকিরা চেঁচিয়ে উঠলেন। পাল্টা মাইকিং করে বিজেপি কর্মীদের পিছু হটতে বলল পুলিশ।
2:13 PM, 12 Jun

সেন্ট্রাল অ্যাভেনিউতে অবস্থানে বসেছেন কৈলাশ বিজয়বর্গীয়, এসএস আলুওয়ালিয়া, দিলীপ ঘোষের মতো নেতারা। টিয়ার গ্যাসে চোখ জ্বলতে থাকায় জল দিয়ে মুখ ধুচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা। কেউ কেউ বরফ দিয়ে মুখ ঢলছেন।
2:04 PM, 12 Jun

রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ফের নতুন করে লালবাজারমুখী বিজেপির মিছিল। অন্যদিকে, অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ আরো এক বিজেপি নেতা সায়ন্তন বসুর।
2:01 PM, 12 Jun

সেন্ট্রাল অ্যাভেনিউ ও বৌবাজার ক্রসিংয়ে বিজেপি কর্মীদের জমায়েতে সামিল লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্যের অন্যান্য দলীয় সাংসদরা। অন্য়দিকে, লাঠিচার্জ না করে শুধুমাত্র টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে ফিয়ার্স লেনে প্রথম ব্যারিকেডের বাইরে পাঠানো হল বিজেপি কর্মীদের।
1:55 PM, 12 Jun

বিবি গাঙ্গুলী স্ট্রিট হয়ে সেন্ট্রাল অ্যাভেনিউ ও বৌবাজার ক্রসিংয়ে বিজেপি কর্মীদের জমায়েত। কর্মীদের সঙ্গে রাস্তায় বসে পড়লেন বিজেপির শীর্ষ নেতা কৈলাশ বিজয়বর্গীয়, এসএস আলুওয়ালিয়া। পুলিশ ঘটনাস্থলে গেলে দু-পক্ষের বচসা। পুলিকে লক্ষ্য করে ইঁট।
1:48 PM, 12 Jun

প্রথম রাউন্ডে অ্যাডভান্টেজ কলকাতা পুলিশ। জল কামান ও ২০ রাউন্ডেরও বেশি টিয়ার গ্যাসের ঝাঁঝে প্রাথমিক ভাবে পিছু হঠলেন বিজেপি কর্মীরা।
1:44 PM, 12 Jun

বিজেপির মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ফিয়ার্স লেনে দ্বিতীয় ব্যারিকেডের কাছে পৌঁছতেই জল কামান চার্জ করল পুলিশ। রাস্তায় শুয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের।
1:40 PM, 12 Jun

সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই সোজা লালবাজারের সামনে জড়ো হল বিজেপির মহিলা ব্রিগেড। সামনে রাস্তায় শুয়ে 'জয় শ্রীরাম' ধ্বনি তুলতেই ৩ মহিলাকে গ্রেফতার করা হল।
1:38 PM, 12 Jun

ফিয়ার্স লেনেই স্টিলের ব্যারিকেড তৈরি করে বিজেপির মিছিল আটকানোর পরিকল্পনা কলকাতা পুলিশের। ওই এলাকার দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন। বিজেপির নেতা-কর্মীদের আটকাতে অ্যালুমনিয়ামের গার্ড-ওয়ালের পাশাপাশি কিউআরটি, এইচআরএফএস ভ্যানও তৈরি রাখা হয়েছে। রয়েছে মোবাইল ভ্যান, কুইক রেসপনস টিম, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডও। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জল কামানেরও ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।
1:36 PM, 12 Jun

সন্দেশখালিতে রাজনৈতিক হিংসা সহ রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে বিজেপির লালবাজার অভিযান রুখতে মরিয়া রাজ্য প্রশাসন। শহর সচল রাখতে রাজপথে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ বাহিনী নামানো হয়েছে। বিজেপি নেতা তো দূর, এমনকী তাঁদের ছায়াও যাতে না পৌঁছয়, তাই লালবাজারের সামনে চারটে নিরাপত্তা বেষ্টনীও তৈরি করা হয়েছে।
1:34 PM, 12 Jun

সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু বিজেপির মিছিল। মিছিলের পুরোভাগে মুকুল রায়, তাঁর ছেলে শুভ্রাংশু রায়, রাজু বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহা সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারা।

English summary
Lal Bazar Avizan live: Kolkata wait for another Police-BJP Dual
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X