For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যেটা হচ্ছে সেটা হওয়ারই ছিল! সারদা কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ কুণাল ঘোষের

তিনি গোড়া থেকে সারদা তদন্তে সহযোগিতা করেছেন। এবারও তাই। কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

তিনি গোড়া থেকে সারদা তদন্তে সহযোগিতা করেছেন। এবারও তাই। কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ। সিবিআই আধিকারিকরা যা যা প্রশ্ন করেছেন, তার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনি। এখনও বহু ষড়যন্ত্রী এখনও গ্রেফতার ও তদন্তের আওতার বাইরে রয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কুণাল ঘোষ।

সেটা হচ্ছে সেটা হওয়ারই ছিল! সারদা চাঞ্চল্যকর অভিযোগ কুণাল ঘোষের

সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়েও জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন সিবিআই আধিকারিকরা, বেশ কিছু বিষয় তুলে দিচ্ছিলেন, যেগুলো তদন্ত করতে গিয়ে বিভিন্ন সূত্র থেকে তাদের সামনে এসেছে। তার ওপর দাঁড়িয়ে কখনও তাঁর বক্তব্য কিংবা অভিযোগ জানতে চাওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে রাজীব কুমারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কুণাল ঘোষ। এই রাজীব কুমার তাঁর ব্যাখ্যা দিয়েছেন। রাজীব কুমারকে প্রতিবাদও করতে দেখা গিয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কুণাল ঘোষ। এর পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষের বক্তব্য জানতে চায় সিবিআই। আলোচনা এইভাবেই এগিয়ে নিয়ে গিয়েছে সিবিআই।

এতদিন ধরে যেসব অভিযোগ আলোচনায় এসেছে, সেই অভিযোগগুলো উঠে এসেছে বলে জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, যেটা এতদিন হয়নি, রাজীব কুমারকে সামনা সামনি শুনতে হচ্ছে, উত্তর দিতে তাঁর মতো করে যুক্তি সাজাতে হচ্ছে। তিনি আরও বলেন, যেটা হচ্ছে সেটা হওয়ার ছিলই। এটা আরও আগে হওয়ার দরকার ছিল বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তিনি জানান, প্রশ্ন-উত্তরের মধ্যে যে বিষয়গুলো থাকছে, সেটা যতক্ষণ না আইনি কার্যক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে, ততক্ষণ তিনি সন্তোষ কিংবা অসন্তোষ কোনও পক্ষেই থাকতে চান না বলে জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি এখনও মনে করেন বহু ষড়যন্ত্রী, গ্রেফতার ও তদন্তের আওতার বাইরে রয়েছেন।

English summary
Kunal Ghosh speaks before media on his interrogation on Saradha case in ShilongFILE NAME:
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X