For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীব সামনে বসে শুনলেন কুণালের প্রশ্নবাণ, নৈতিক জয় দেখছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি বসে সিবিআইয়ের প্রশ্নবাণ সামলে সবে বেরিয়ে এসেছেন তিনি। বেশ খোজমেজাজেই ধরা দিলেন সাংবাদিকদের সামনে।

Google Oneindia Bengali News

রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি বসে সিবিআইয়ের প্রশ্নবাণ সামলে সবে বেরিয়ে এসেছেন তিনি। বেশ খোজমেজাজেই ধরা দিলেন সাংবাদিকদের সামনে। আর প্রশ্ন শুনেই জানিয়ে দিলেন তদন্তের ব্যাপারে একটা কথাও তিনি বলবেন না। তবে শিলংয়ের এই জিজ্ঞাসাবাদ পর্ব তাঁকে নৈতিক জয় এনে দিল। কেন নৈতিক জয় তাঁর, তার ব্যাখ্যাও দিলেন কুণাল ঘোষ।

রাজীব সামনে বসে শুনলেন কুণালের প্রশ্নবাণ, নৈতিক জয় দেখছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ সারদা তদন্তের শুরু থেকেই পুলিশ কমিশনার রাজীব কুমারের উদ্দেশ্য বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। কিন্তু তার জবাব পাননি। সেই সুযোগ এতদিন পর তিনি পেয়ে গেলেন। একেবারে মুখোমুখি বসে তিনি প্রশ্নগুলো একে একে রাখলেন। তা সামনে বসে শুনলেন রাজীব কুমার। সেটাই তিনি তাঁর নৈতিক জয় হিসেবে ব্যাখ্যা করছেন।

[আরও পড়ুন: 'আদর্শের যুদ্ধে' পিছোবে না কংগ্রেস, খেলবে একদম 'ফ্রন্ট-ফুট'-এ, লখনউ-এ বার্তা রাহুল গান্ধীর ][আরও পড়ুন: 'আদর্শের যুদ্ধে' পিছোবে না কংগ্রেস, খেলবে একদম 'ফ্রন্ট-ফুট'-এ, লখনউ-এ বার্তা রাহুল গান্ধীর ]

রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি জেরায় অংশ নেওয়ার পর কুণাল ঘোষ বলেন, তদন্তের স্বার্থে আমাকে ডাকা হয়েছিল। তদন্তের শুরু থেকেই আমি সহযোগিতা করে আসছি। এখনও সহযোগিতা করছি। সেইজন্যই আমি এখানে এসেছি। আমি শুধু এটুকু বলতে পারি, রাজীব কুমারকে সামনে বসে আমার প্রশ্নগুলো শুনতে হয়েছে, সেটাই আমি আমার নৈতিক জয় বলে মনে করছি।

[আরও পড়ুন:শিলং পর্ব চলবে, মঙ্গলবারও রাজীব-কুণালকে জেরা করবে সিবিআই ][আরও পড়ুন:শিলং পর্ব চলবে, মঙ্গলবারও রাজীব-কুণালকে জেরা করবে সিবিআই ]

রবিবারের পর সোমবারও উভয়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এদিন প্রায় দু-ঘণ্টার বেশি সময় চলে এই জেরা পর্ব। মঙ্গলবার রাজীবকে ফের ডাকা হয়েছে শিলংয়ের সিবিআই দফতরে, তবে কুণাল ঘোষকে মঙ্গলবার ডাকা হয়নি। তিনি মঙ্গলবার কলকাতায় ফিরছেন।

[আরও পড়ুন:দিল্লিতে মঞ্চ বেঁধে একদিনের ধরনায় চন্দ্রবাবু, ওড়ালেন প্রায় ২ কোটি টাকা ][আরও পড়ুন:দিল্লিতে মঞ্চ বেঁধে একদিনের ধরনায় চন্দ্রবাবু, ওড়ালেন প্রায় ২ কোটি টাকা ]

English summary
Kunal Ghosh seems he gets moral victory from face to face CBI investigation with Rajeev Kumar in Sardha scam. CBI records the speech of both at Shilong,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X