‘দোষ’ স্বীকার করবেন কুণাল ঘোষ! ফের জেল হওয়ার আশঙ্কা প্রাক্তন সাংসদ-সাংবাদিকের
জেল হেফাজতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্রাক্তন সাংসদ সাংবাদিক কুণাল ঘোষ। এই মামলায় ফের তাঁর জেল হতে পারে বলে নিজেই আশঙ্কা প্রকাশ করলেন তিনি। বৃহস্পতিবার বারাসতের বিশেষ আদালতে এই মামলায় তিনি দোষ স্বীকার করবেন। সেদিনই তাঁকে শাস্তি দেওয়া হতে পারে। আর এই মামলায় তাঁর সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে।

ফের কারাদণ্ডের আশঙ্কার কথা জানিয়ে নিজেই একটি পোস্ট করেছেন ফেসবুকে। বুধবার দুপুর ১টা নাগাদ ফেসবুকে তিনি লেখেন- আত্মহত্যার চেষ্টার মামলায় দোষ স্বীকার করব কাল, শাস্তি ঘোষণাও করবে কোর্ট। আমার বিরুদ্ধে প্রেসিডেন্সি জেলের মধ্যে আত্মহত্যার চেষ্টার একটি মামলা চলছে। রাজ্যের পক্ষপাতদুষ্ট তদন্ত ও অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এই পথ তিনি বেছে নিয়েছিলেন বলেন জানান ফেসবুক পোস্টে।
ফেসবুকে তিনি আরও লেখেন- ব্যাঙ্কশাল কোর্ট হয়ে মামলাটি এখন বারাসতে বিশেষ আদালতে। এমপি, এমএলএদের জন্য গঠিত আদালতে বিচারক সোমনাথ চক্রবর্তী এই মামলাটি শুনবেন। এদিন বিচারকের কাছে তিনি এই মামলায় দোষ স্বীকার করে নেওয়ার অনুমতি চান। আদালত সেই অনুমতি দিয়েছে। সেইমতো বৃহস্পতিবার সকালে আদালতে 'গিলটি প্লিড' করার পর বিচারক শাস্তি বিধান করবেন।
ফেসবুক পোস্টে তিনি আইনজীবী অয়ন চক্রবর্তীর বয়ানে লেখেন- এই মামলায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধরনের শাস্তির বিধান আছে। সর্বোচ্চ শাস্তি এক বছরের কারাদণ্ড। এরপরই তিনি লেখেন- জানি না আমার জন্য কী অপেক্ষা করছে। তিনি ফেসবুক পোস্টেই স্পষ্ট করে দেন, তিিন কী আবেদন জানাবেন আদালতে।
তিনি আবেদন জানাবেন- আমিই আত্মহত্যার চেষ্টা করেছিলাম। জেলের কোনও কর্মীর দোষ নেই। সেইসঙ্গে তিনি বলেন, আমি একবারও বলব না যে আত্মহত্যার চেষ্টা করে আমি ভুল করেছিলাম। শুধু ঘটনাটি স্বীকার করব আমি। তারপর যা শাস্তি হওয়ার হবে। তারপর মনের জোর রাখার আবেদন করেন সকলের কাছে। উল্লেখ্য, ৩৪ মাস পর ২০১৬-র অক্টোবরে প্রথম সপ্তাহে জেল থেকে মুক্তি পান কুণাল ঘোষ। ২০১৩ সালের ২৩ নভেম্বর তিনি গ্রেফতার হন।