For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার ট্রামে বসানো যাবে বিয়ের আসর, থাকবে রেস্তরাঁও, অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

কলকাতার ঐতিহ্য ট্রামকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। কলকাতার ট্রামে এবার বসবে বিয়ের আসর। একইসঙ্গে থাকবে নানা স্বাদের রেস্তরাঁও।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার ঐতিহ্য ট্রামকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। কলকাতার ট্রামে এবার বসবে বিয়ের আসর। একইসঙ্গে থাকবে নানা স্বাদের রেস্তরাঁও। পছন্দসই খাবার চেখে দেখতে হলে ট্রামে চড়ে সেই খাবারের স্বাদ নিতে পারবেন।

কলকাতার ট্রামে বসানো যাবে বিয়ের আসর, থাকবে রেস্তরাঁও, অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের তরফে যারা ট্রামে ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য দরপত্র হাঁকা হয়েছে। শুধু রেস্তরাঁই নয়, ট্রামে বিয়ের আসরও বসানো যাবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

এসি ও নন এসি দুই ধরনের ট্রামই ভাড়া পাওয়া যাবে। তবে ট্রামে রান্না করা যাবে না। অন্যত্র রান্না করে সেটা ট্রামে তুলতে হবে। নিগমের হাতে মোট ২৭০টির মতো ট্রাম রয়েছে। তার মধ্যে গড়ে ৪৫টি ট্রাম প্রতিদিন রাস্তায় নামে। বাকী ট্রামগুলিকে কীভাবে এবার এই উপায়ে সরকার কাজে লাগাতে চাইছে।

এর আগে ট্রাম নিয়ে সরকারের নানা পরীক্ষা-নিরীক্ষা সফল হয়েছে। ক্যাফেটেরিয়া, মিউজিয়াম সহ নানা উদ্যোগ সফল হয়েছে। এবার দেখার এই দুই উদ্যোগ কতটা সফল হয়।

English summary
Now Kolkatans can hire trams to set up restaurants, organise marriages
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X