For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঙের দিনে, কীরকম থাকবে আবহাওয়া, জেনে নিন এক ক্লিকে

দোলের দিনটা সব সময়েই স্পেশাল। জীবনটা রাঙিয়ে নেওয়ার জন্য এই দিনটার অপেক্ষায় প্রহর গোনেন। তবে এবারের দোলে কি বৃষ্টি ভিলেন হতে পারে। এরকম একটা জল্পনা রয়ে গেছে।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

দোলের দিনটা সব সময়েই স্পেশাল। রোজকার রুটিনে বাঁধা সাদা-কালো জীবনটা রাঙিয়ে নেওয়ার জন্য এই দিনটার অপেক্ষায় প্রহর গোনেন। তবে এবারের দোলে কি বৃষ্টি ভিলেন হতে পারে। এরকম একটা জল্পনা রয়ে গেছে।

রঙের দিনে, কীরকম থাকবে আবহাওয়া

কিন্তু কুছ চিন্তা নেহি। এখনও অবধি যা পূর্বাভাস তাতে মেঘলা দিনে একলা হলেও বৃষ্টির ছিঁটে সকালে পড়ার কোনও সম্ভবনা নেই। তবে ফেব্রুয়ারিতেই গরম যে ভেলকি দেখাতে শুরু করেছে, তাতে দোল কিম্বা হোলির দিন বিকেলে কালবৈশাখী হলেও হতে পারে।

ভোরের দিকে তাপমাত্রার পারদ ২০-২১ ডিগ্রি-র কাছাকাছি থাকলেও বেলা যত বাড়বে ততই বাড়বে তাপমাত্রা -র পারদ একটু একটু করে চড়তে থাকবে। বৃহস্পতিবার দোলের দিন দুপুরে পারদ ৩৫ ডিগ্রি পেরিয়ে যাওয়ারও সম্ভবনা রয়েছে। আর এই হঠাৎ বেড়ে ওঠা তাপমাত্রাতেই বিকেল বা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে নিম্নচাপ তৈরি হয়ে কালবৈশাখী হতে পারে।

এদিকে কলকাতায় সেভাবে বৃষ্টির সম্ভবনা না থাকলেও উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও কালিম্পং-সহ উত্তরবঙ্গের তিন জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দার্জিলিংয়েও। বিহার ও মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্পচাপের অক্ষরেখা। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তবে কলকাতাবাসী দিন কাটবে গরমেই। তবে বসন্তোৎসবে মাতোয়ারা হতে এই আবহাওয়াকে থোড়াই ডরায় কলকাতাবাসী। তারা ভরপুর রঙ খেলায় বৃষ্টির বাধা চাইছে না।

এদিকে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

English summary
Kolkata will be partly cloudy and sunny during Holi and in North Bengal there is rain forecast. Bengali's are ready to celebrate festival of colour.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X